সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আবেদনের শুনানি করতে পারে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে সৌরভ ভরদ্বাজ বলেন, ‘আমরা নিশ্চিত যে এই দেশে গণতন্ত্র বাঁচাতে এবং নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে রক্ষা করতে সুপ্রিম কোর্ট অবশ্যই অরবিন্দ কেজরিওয়ালকে প্রচারের অনুমতি দেবে।’
উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়াল এর আগে শীর্ষ আদালতকে বলেন, তাঁর ‘বেআইনি গ্রেফতার’ ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ এবং ‘ফেডারেলিজমের’ উপর ভিত্তি করে তৈরি গণতন্ত্রের নীতির উপর একটি নজিরবিহীন আক্রমণ। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আরও বলেন, লোকসভা নির্বাচনের ঠিক আগে তাঁর গ্রেফতারের পদ্ধতি এবং সময় এজেন্সির ‘স্বেচ্ছাচারিতা’রই নিদর্শন। অরবিন্দ কেজরিওয়ালের কথায়, নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার সময় তাঁকে গ্রেফতার করা হয়।”
advertisement