TRENDING:

Arvind Kejriwal in Tihar: ১৫ এপ্রিল পর্যন্ত জেলেই কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রীর ঠিকানাও হল তিহাড় জেল

Last Updated:

রেজরীওয়ালকে তিহাড় জেলের ২ নম্বর সেলে রাখা হবে৷ জেলে পড়ার জন্য তিনটি বই সঙ্গে রাখার অনুমতি চেয়েছেন কেজরিওয়াল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজত রাখার নির্দেশ দিল দিল্লির বিশেষ সিবিআই আদালত৷
তিহাড় জেলে রাখা হবে অরবিন্দ কেজরিওয়ালকে৷ ছবি- ফাইল, পিটিআই
তিহাড় জেলে রাখা হবে অরবিন্দ কেজরিওয়ালকে৷ ছবি- ফাইল, পিটিআই
advertisement

এই নির্দেশের পরই কেজরিওয়ালকে তিহাড় জেলে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে পুলিশ৷ এ দিন রাউজ অ্যাভিনিউ কোর্টে ইডির হয়ে সওাল করতে দিতে গিয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু জানান, এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি আর দিল্লির মুখ্যমন্ত্রীকে হেফাজতে চাইছে না৷ এতদিন ইডি হেফাজতে ছিলেন কেজরিওয়াল৷

আরও পড়ুন: লক্ষ্য দুই লোকসভা আসন! টার্গেট ভাল ফল! ‘মাস্টার প্ল্যান’ কী হবে? আজ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

advertisement

এ দিন শুনানি চলাকালীন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা সহ আপের দুই মন্ত্রী অতিশি এহং সৌরভ ভরদ্ধাজ আদালতে উপস্থিত ছিলেন৷ দিল্লির আবগারি দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে কেজরিওয়ালকে গ্রেফতার কর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ই়ডি৷

এই মামলার কেজরিওয়ালের আগেই তাঁর দলের একাধিক নেতাকে গ্রেফতার করে ইডি৷ দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এবং আপ-এর রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং আগে থেকেই তিহাড় জেলে রয়েছেন৷

advertisement

সূত্রের খবর, রেজরিওয়ালকে তিহাড় জেলের ২ নম্বর সেলে রাখা হবে৷ জেলে পড়ার জন্য তিনটি বই সঙ্গে রাখার অনুমতি চেয়েছেন কেজরিওয়াল৷ সেগুলি হল ভগবৎ গীতা, রামায়ণ এবং নিরজা চৌধুরীর লেখা ‘হাউ দ্য পিএম ডিসাইডস৷’

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

অন্যনান্য বন্দিদের মতোই কেজরীওয়াল তিহাড়ে ভোরে চা এবং পাউরুটি পাবেন৷ এর পর সকাল সাড়ে দশটা নাগাদ তাঁকে ডাল, তরকারি এবং পাঁচটি রুটি অথবা ভাত দেওয়া হবে৷ বিকেল সাড়ে তিনটে নাগাদ চা এবং বিস্কিট পাবেন কেজরীওয়াল৷ তবে এরই ফাঁকে নিজের আইনজীবীদের সঙ্গেও কথা বলার সুযোগ পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ তবে সন্ধে সাতটা থেকে তাঁকে জেলেই বন্দি থাকতে হবে৷ তবে জেলে থেকই টেলিভিশন দেখার সুযোগ পাবেন কেজরীওয়াল৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Arvind Kejriwal in Tihar: ১৫ এপ্রিল পর্যন্ত জেলেই কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রীর ঠিকানাও হল তিহাড় জেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল