অনঙ্গ তাঁর এই আবিস্কারের নাম দিয়েছে গগল ফর ব্লাইল্ড ৷ ইতিমধ্যেই অনঙ্গের এই আবিস্কার জাতীয় স্বীকৃতি পেয়েছে ৷ এমনকী, অনঙ্গের তৈরি করা এই চশমা বাজারে বিক্রির জন্য আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি কোম্পানিও ৷
তা কীভাবে কাজ করবে এই বিশেষ চমশা ? চশমার মধ্যে ইকোলেকশন পদ্ধতি ব্যবহার করেছে অনঙ্গ৷ চশমার দু’দিকে যে আল্ট্রাসাউন্ড সেন্সর লাগান রয়েছে৷ যা দু মিটার দূরত্বের মধ্যে যে কোনও বাধা কিংবা বিপত্তিকে আঁচ করে ফেলতে পারে৷ আর শব্দের মাধ্যমে ব্যক্তিকে সতর্কিত করে দিতে পারে৷ শব্দের পাশাপাশি এই বিশেষ চশমায় ভাইব্রেশন অ্যালার্ট সিস্টেমওও রয়েছে ৷ যাঁরা দৃষ্টিহীনতার সঙ্গে সঙ্গে কানেও কম শোনেন ৷ তাঁদেরও কাজে লাগবে এই চশমা ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2017 6:37 PM IST