এদিন গান্ধিনগরে ভাইব্র্যান্ট গুজরাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুধু নোট বাতিলই নয়, ক্যাশলেস ইকোনমির পক্ষেও সওয়াল করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ তিনি বলেন, ‘নগদ লেনদেনে কালোবাজারির বাড়বাড়ন্ত ৷ এতে দেশের অর্থনীতিতে খারাপ প্রভাব পড়ত, যা শ্যাডো ইকনমি নামে পরিচিত ৷ তাতে সরকারও কম লাভবান হত ৷ নোটের পরিমাণ কমিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতেই ডিজিট্যাল লেনদেন বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে ৷ ডিজিটাল ইকনমি হলে সমস্যার সমাধান টাকা সরাসরি মেইনস্ট্রিম ইকনমিতে আসবে ৷ সরকারের হাতে বেশি টাকা আসলে আখেরে দেশেরই লাভ হবে ৷’
advertisement
নোট বাতিলের ফলে দেশের মানুষের চরম ভোগান্তি নিয়ে প্রশ্ন উঠতেই জেটলির দাবি, ‘সরকার অনেক সাহসী পদক্ষেপ করেছে ৷ স্বচ্ছতা আনার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল ৷’
নিজের বক্তব্যে জিএসটি নিয়ে সংশয় কাটাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ‘জিএসটি দেশের অর্থনীতিকে একসূত্রে বাঁধবে ৷ জিএসটি-র ফলে লাভবান হবে সব রাজ্য ৷ বেশিরভাগ ইস্যুরই সমাধান করা গিয়েছে ৷ বাকি কিছু জটিল সমস্যাও শীঘ্রই মিটবে ৷’