TRENDING:

বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে জাতীয় ভাবাবেগে আঘাত এনেছে বিরোধীরা: অরুণ জেটলি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বালাকোটে আদৌ কি সার্জিকাল স্ট্রাইক করেছে ভারত ? সেই নিয়ে একের পর এক প্রশ্ন তুলে মোদি সরকারকে কাঠগড়ায় তোলার চেষ্টা করছে বিরোধী দলগুলি ৷ সেই নিয়েই এবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
advertisement

গত ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের ক্ষমতায় ছিল ইউপিএ সরকার ৷ তাদের আমলে দেশের পরিস্থিতি ছিল এককথায় ভয়ঙ্কর ৷ ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিরোধী দল হিসেবেই তারা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে ৷ পাকিস্তানে বিমানহানা নিয়ে বায়ুসেনার পাশে দাঁড়ানোর পরিবর্তে দেশের রাজনৈতিক দলগুলির মধ্যেই বিভেদ তৈরি হয়েছে ৷

সম্প্রতি ২১টি বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে একটি বৈঠক হয় ৷ সেই বৈঠকেই সর্বসম্মত ভাবে বিজেপির বিরুদ্ধে পুলওয়ামা এবং বালাকোটের ঘটনা নিয়ে রাজনীতির অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷ পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই অভিযোগ করেছেন ৷ তবে, জেটলির দাবি, তাঁদের এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ৷ কারণ এই দুই ঘটনা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার কোনও প্রমাণ তারা পেশ করতে পারেনি ৷ ট্যুইটে এমনটাই দাবি করেছেন অরুণ জেটলি ৷ তিনি আরও বলেন, ‘বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে দেশের সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত এনেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ পাকিস্তানের মুখে হাসি ফোটাচ্ছে এই সমস্ত বিতর্ক ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গাসাগরের টানে প্যারিস থেকে ছুটে আসলেন দুই ভাই, মিশে গেলেন সকলের সঙ্গে 
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে জাতীয় ভাবাবেগে আঘাত এনেছে বিরোধীরা: অরুণ জেটলি