TRENDING:

Article 370 Verdict: ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত বৈধ, সুপ্রিম কোর্টে বিরাট জয় মোদি সরকারের

Last Updated:

চার বছর আগে জম্মু এবং কাশ্মীরের বিশেষ তকমা প্রত্যাহার করতে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছিল নরেন্দ্র মোদি সরকার৷ একই সঙ্গে বাতিল করা হয় জম্মু কাশ্মীরের জন্য সংবিধানের ৩৫(এ) অনুচ্ছেদটিও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: জম্মু কাশ্মীরের বিশেষ ক্ষমতা প্রত্যাহার করতে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ধারা বাতিলের সিদ্ধান্ত বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ জন বিচারপতিকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে৷ তবে জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করার সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায়নি সাংবিধানিক বেঞ্চ৷ তবে এ দিনের রায় নিয়ে ঐক্যমত হয়েছেন সাংবিধানিক বেঞ্চের পাঁচজন বিচারপতিই৷ ফলে লোকসভা নির্বাচনের আগে শীর্ষ আদালতে জম্মু কাশ্মীর নিয়ে বিরাট জয় পেল কেন্দ্রীয় সরকার৷
জম্মু কাশ্মীর নিয়ে বড় রায়দান করল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ৷ ছবি-এএনআই
জম্মু কাশ্মীর নিয়ে বড় রায়দান করল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ৷ ছবি-এএনআই
advertisement

রায়দান করতে গিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়েছেন, কোনও খারাপ উদ্দেশ্যে ভারতের রাষ্ট্রপতি জম্মু কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে না শীর্ষ আদালত৷ একই সঙ্গে জম্মু কাশ্মীরের জন্য সংবিধানের ৩৫ (এ) ধারা বাতিলের সিদ্ধান্তও বহাল থাকল বলে মনে করা হচ্ছে৷

একই সঙ্গে সাংবিধানিক বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ৷ ফলে গোটা দেশের জন্য যে সাংবিধানিক আইন রয়েছে, তা জম্নু কাশ্মীরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে৷ কারণ ভারতে মিশে যাওয়ার পর জম্মু কাশ্মীরের আর নিজস্ব কোনও সার্বভৌমত্ব নেই বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷

advertisement

প্রধান বিচারপতি রায়দান করতে গিয়ে আরও মন্তব্য করেন,  ৩৭০ অনুচ্ছেদটি একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কার্যকর করা হয়েছিল৷ ভারতের সঙ্গে জম্মু কাশ্মীরের অন্তর্ভুক্তি প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন করতেই তা করা হয়৷ জম্মু কাশ্মীরের যে পৃথক সংবিধান ছিল, তার প্রস্তাবগুলি মানার কোনও বাধ্যবাধকতা ভারতের রাষ্ট্রপতির ছিল না বলেও মত দিয়েছে সাংবিধানিক বেঞ্চ৷

advertisement

চার বছর আগে জম্মু এবং কাশ্মীরের বিশেষ তকমা প্রত্যাহার করতে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছিল নরেন্দ্র মোদি সরকার৷ একই সঙ্গে বাতিল করা হয় জম্মু কাশ্মীরের জন্য সংবিধানের ৩৫(এ) অনুচ্ছেদটিও৷ ২০১৯ সালের অগাস্ট মাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ সেই সময় রাজ্যের মর্যাদা ছিল জম্মু-কাশ্মীরের৷ ২০১৯ সালের ৩১ অক্টোবর জম্মু কাশ্মীর এবাং লাদাখকে আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়৷

advertisement

আরও পড়ুন: ‘জোটসঙ্গী’ সিপিএমকে বাংলায় আসন ছাড়বে তৃণমূল? কংগ্রেসের জন্যও কী ভাবনা শাসক দলের

শীর্ষ আদালতে শুনানি চলাকালীন কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, আইনের মধ্যে থেকেই জম্মু কাশ্মীরের বিশেষ তকমা বাতিল করা হয়েছিল৷ এই সিদ্ধান্তের ফলে জম্মু কাশ্মীরের উন্নয়নে গতি এসেছে বলেও দাবি করে কেন্দ্রীয় সরকার৷ এই বিশেষ তকমার জন্য শিক্ষার অধিকার সহ প্রাথমিক সাংবিধানিক অধিকার থেকে কাশ্মীরবাসী বঞ্চিত হচ্ছিল বলেও শীর্ষ আদালতে সওয়াল করেছিল কেন্দ্রীয় সরকার৷

advertisement

মামলাকারীদের অবশ্য যুক্তি ছিল, জম্মু কাশ্মীরের বিধানসভাকে উপেক্ষা করে একতরফা ভাবে এই বিশেষ সাংবিধানিক ক্ষমতা বাতিল করতে পারে না কেন্দ্রীয় সরকার৷

সুপ্রিম কোর্টের রায়দানকে কেন্দ্র করে জম্মু কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা ছিল৷ তাই আগেভাগেই শ্রীনগর সহ সর্বত্র নিরাপত্তা বাড়ানো হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Article 370 Verdict: ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত বৈধ, সুপ্রিম কোর্টে বিরাট জয় মোদি সরকারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল