TRENDING:

গ্রেফতার প্যারিস হামলার মূলচক্রী সালেহ আবদেস্লাম

Last Updated:

তুমুল তল্লাশির পর শেষমেশ ধরা পড়ল প্যারিস জঙ্গি হামলায় জীবিত জঙ্গি সালেহ আবদেস্লাম ৷ এই জঙ্গির খোঁজেই চলছিল গোটা ফ্রান্স জুড়ে চলছিল চিরুণি তল্লাশি ৷ বিস্ফোরক ভর্তি বেল্ট বাঁধা অবস্থায় গ্রেফতার করা হয় সালেহ আবদেস্লাম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্যারিস: তুমুল তল্লাশির পর শেষমেশ ধরা পড়ল প্যারিস জঙ্গি হামলায় জীবিত জঙ্গি
advertisement

সালেহ আবদেস্লাম ৷ এই জঙ্গির খোঁজেই চলছিল গোটা ফ্রান্স জুড়ে চলছিল চিরুণি তল্লাশি ৷ বিস্ফোরক ভর্তি বেল্ট বাঁধা অবস্থায় গ্রেফতার করা হয় সালেহ আবদেস্লাম ৷

শুক্রবার রাতের জঙ্গি হামলার পর থেকেই, হামলায় জড়িত ব্যক্তিদের ধরতে গোটা ফ্রান্স জুড়ে চিরুনি তল্লাশি চলছিল পুলিশের ৷ প্রাথমিকভাবে এক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বেলজিয়াম পুলিশ ৷ তদন্তে উঠে এসেছিল গ্রেফতার হওয়া জঙ্গি সালেহ আবদেস্লামের নাম ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

শুক্রবারের হামলায় জড়িত থাকা জঙ্গিদের মধ্যে তিন জন সম্পর্কে ভাই ছিল ৷ তিন জনের মধ্যে একজন আত্মঘাতী বিস্ফোরণে মারা যায়, একজনকে পুলিশ গ্রেফতার করে, আর একজন পলাতক বলে জানা গিয়েছিল ৷ এই পলাতক জঙ্গিই হল সালেহ ৷ সালেহ একটি ছবিও প্রকাশ করা হয় ফ্রান্সের সংবাদমাধ্যমগুলিতে ৷ গ্রেফতার হওয়ার আগে থেকেই আবদেস্লামকে ‘বিপদজ্জনক’বলে বণর্না করে পুলিশ ৷ এর আগে সাত জন সন্দেহভাজন ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল বেলজিয়াম কর্তৃপক্ষ ৷ তদন্তকারিরা ইতিমধ্যেই দুটো গাড়ি খুঁজে পেয়েছে যা হামলায় ব্যবহার হয়েছিল ৷ গাড়ি দুটি বেলজিয়াম থেকে ভাড়া করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গ্রেফতার প্যারিস হামলার মূলচক্রী সালেহ আবদেস্লাম