TRENDING:

২০১৫ ও ১৬ আর্থিক বছরে রিটার্ন জমা দেয়নি ৬৭.৫৪ লক্ষ মানুষ, কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার

Last Updated:

আয়কর বিভাগের তথ্য অনুযায়ী ২০১৫ ও ১৬ আর্থিক বছরে ৬৭.৫৪ লক্ষ মানুষ তাদের রিটার্ন দেননি ৷ আইটি দফতরের তরফে জানানো হয়েছে এই ব্যক্তিরা এই বছর বিপুল অঙ্কের লেনদেন করেছেন কিন্তু তার জন্য রিটার্ন জমা দেননি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আয়কর বিভাগের তথ্য অনুযায়ী ২০১৫ ও ১৬ আর্থিক বছরে ৬৭.৫৪ লক্ষ মানুষ তাদের রিটার্ন দেননি ৷ আইটি দফতরের তরফে জানানো হয়েছে এই ব্যক্তিরা এই বছর বিপুল অঙ্কের লেনদেন করেছেন কিন্তু তার জন্য রিটার্ন জমা দেননি ৷
advertisement

রিটার্ন জমা যারা করেননি তাদের খোঁজ ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে ৷

CBDT তরফে জানানো হয়েছে, ৬৭.৫৪ লক্ষ জনকে শনাক্ত করা হয়েছে যারা ২০১৫ ও ১৬ আর্থিক বছরে রিটার্ন জমা দেয়নি ৷ তাদের আয়ের উপর এবার কড়া নজর রাখছে আয়কর বিভাগ ৷ বার্ষিক সূচনা রিটার্ন, কেন্দ্রীয় সূচনা শাখা ও টিডিএস-টিসিএস ডেটাবেসে এই ব্যক্তিদের সম্বন্ধে তথ্য পাওয়া গিয়েছে ৷

advertisement

কেন্দ্র সরকার সমস্ত দেশবাসীকে তাদের আয় ঘোষণা করে কর দেওয়ার কথা জানিয়েছেন ৷ এরপর থেকে যারা বিপুল অঙ্কের লেনদেন করেছে এবছর কিন্তু যারা রির্টান জমা দেননি তাদর শনাক্ত করা হচ্ছে ৷

কালো টাকা রুখতে নোট বাতিলের পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী মোদি ৷ এরপর থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে কালো টাকা উদ্ধার করেছে আয়কর বিভাগ ৷

advertisement

কালো টাকার মালিকদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা নিয়ে এসেছিল কেন্দ্র ৷ যাদের কাছে অঘোষিত টাকা রয়েছে তাদের কর, জরিমানা, সার্চাজের মাধ্যমে ৫০ শতাংশ দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে এই যোজনার মাধ্যমে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

পাশাপাশি ২৫ শতাংশ টাকা কোন সুধ ছাড়া এই যোজনায় চারবছরের জন্য জমা রাখতে হবে ৷ আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, আপনার ঘোষিত আয়ের কর দেওয়ার জন্য পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটে ৩০ ডিসেম্বর পর্যন্ত কর জমা দেওয়া যাবে এই যোজনায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
২০১৫ ও ১৬ আর্থিক বছরে রিটার্ন জমা দেয়নি ৬৭.৫৪ লক্ষ মানুষ, কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল