সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ভারত-চিন সীমান্ত তথা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে (LAC) কর্মরত জওয়ানদের ক্ষেত্রে যুদ্ধ করার নিয়মেও কিছু পরিবর্তন আনা হতে পারে ৷ চিনের সঙ্গে বিবাদ ও অতর্কিত আক্রমণে ২০ জওয়ানের প্রাণবলির পর সেনার অন্দরেও বাড়ছিল চাপ-উদ্বেগ ৷ এমন পরিস্থিতিতে চিন সেনার আক্রমণের মোকাবিলা করতে প্রয়োজনীয় যেকোনও কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও ছাড়পত্র দেওয়া হয়েছে বলে খবর ৷
advertisement
অস্ত্রশস্ত্র সহ চিনা ফৌজেরও তৎপরতা বেড়েছে সীমান্তে ৷ পাশাপাশি, ভারত-চিন সীমান্ত তথা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে আগেই সেনাকে সতর্ক থাকার বার্তা দিয়েছিল কেন্দ্র ৷ যুদ্ধ সাজে প্রস্তুত ভারতীয় সেনাও ৷ ৩৫০০ কিমি চিন সীমায় কড়া নজর রেখেছে জওয়ানেরা ৷ সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে বায়ুসেনাকেও ৷ উল্লেখ্য, মিগ, হারকিউলিস, মিরাজ, সুখোই বিমান প্রস্তুত এলএসি-র ফরওয়ার্ড বেসে ৷ ইতিমধ্যেই লেহ-র আকাশে দেখা গিয়েছে অ্যাপাচে কপ্টারও। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বায়ুসেনার চন্ডীগড় বেস থেকে পাঠানো হয়েছে চিনুক হেলিকপ্টারকেও ৷ অর্থাৎ এবার লালসেনা ভারতীয় জওয়ানদের উদ্দেশে একটা ইটও ছুঁড়লে তৎক্ষণাৎ পাটকেলে জবাব দিতে প্রস্তুত ভারতীয় জওয়ানেরাও ৷