প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সস্তায় বাড়ি পাওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার ৷ বিনা অসুবিধায় যাতে বহু সংখ্যক মানুষ যাতে মোদির এই ফ্ল্যাগশিপ স্কিমে যোগ দিতে পারে সেটাই এর মূল উদ্দেশ্য ৷ দেশের মধ্যে দু’লাখের বেশি কমন সার্ভিস সেন্টারের প্রায় ৬০ হাজার সেন্টার শহর অঞ্চলে অবস্থিত ৷ ৩ নভেম্বর থেকে মাত্র ২৫ টাকায় অনলাইনে আবেদন করা যাচ্ছে ৷ এই বিষয়ে বুধবার HUPA মন্ত্রালয় ও ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনলজির কমন সার্ভিসেস সেন্টার ই-গভারন্যান্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয় ৷ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভেনকাইয়া নাইডু ও রবি শঙ্কর প্রসাদ ৷
advertisement
নাইডু জানিয়েছেন, এর মূল উদ্দেশ্য হচ্ছে কোনও বাধা ছাড়া সরকারের এই পরিষেবা যাতে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় ৷ অনলাইনে আবেদন করলে কর্তৃপক্ষের কাছে তাড়াতাড়ি পৌঁছবে এবং তারা সুবিধাভোগীদের সমস্যা দুর করতে পারবে অল্প সময়ের মধ্যে ৷
সুবিধাভোগীদের কাছে আধার কার্ড না থাকলেও সেন্টার তাদের আধার কার্ড করিয়ে দিতে সাহায্য করবে ৷ অনলাইনে আবেদন করার পদ্ধতিটি অনেকটাই ই-কেওয়াইসির (আপনার গ্রাহককে চিনুন)মতো ৷ যার মানে যাথাযত যাচাই করার পরই আবেদন গ্রহণ করা হয়েছে ৷
এই অনুষ্ঠানে নাইডু বলেন, ডিজিটাল ইন্ডিয়া মিশন দেশে বদল আনছে ৷ তিনি বলেন যেখানে ২০০৪-১৪ সালে যেখানে ১৩.৭০ লাখ গরীবদের সাশ্রয় মূল্যে হাউজিংয়ের জন্য অনুমোদন দেওয়া হয় ৷ সেখানেই গত এক বছরে ১১ লাখ ঘর অনুমোদিত হয়েছে, যা অনলাইন আবেদনের পর থেকে আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷