কোন যুক্তিতে অনুব্রত মণ্ডলকে জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত?
অনুব্রত মণ্ডলের আইজীবীর দাবি, গরু পাচারের টাকা যে সরাসরি অনুব্রত মণ্ডলের কাছে এসেছে, আদালতে তা প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
কী কী শর্তে জামিন অনুব্রতর?
১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অনুব্রত মণ্ডলকে জামিন দিয়েছে আদালত৷ পাশাপাশি শর্ত দেওয়া হয়েছে, সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না তিনি৷ পাসপোর্টও জমা রাখতে হবে তৃণমূল নেতাকে৷ এ ছাড়াও, দিল্লি এবং বীরভূমের বাড়ির ঠিকানা তদন্তকারী অফিসারের কাছে জমা রাখতে হবে অনুব্রত মণ্ডলকে৷
advertisement
আরও পড়ুন: অফিসে সুযোগ পেলেই ফাঁকে ফাঁকে যৌনতায় মাতুন, রাশিয়ানদের পরামর্শ দিলেন খোদ পুতিন!
২০২২ সালের অগাস্ট মাসে বোলপুরের বাড়ি থেকে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই৷ এর পর তাঁকে গ্রেফতার করে ইডি-ও৷ নতুন করে কোনও আইনি বাধা তৈরি না হলে দু বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরতে চলেছেন অনুব্রত৷
গরু পাচার মামলায় অুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল সিবিআই৷ আবার ওই একই মামলায় পিএমএলএ আইনে অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ আনে ইডি৷ এর পাশাপাশি ভোট পরবর্তী হিংসা মামলাতেও অভিযুক্ত অনুব্রত মণ্ডল৷ এই মামলাতেও সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি৷ বীরভূমের একটি ডিটোনেটর উদ্ধার মামলাতেও অনুব্রতর যোগ পাওয়ার দাবি করা হয়েছে এনআইএ সূত্রে৷