TRENDING:

Antibody Cocktail: ২৪ ঘণ্টায় ৪০ করোনা রোগী সুস্থ, সৌজন্য 'অ্যান্টিবডি ককটেল'! জানুন এ বিষয়ে...

Last Updated:

Antibody Cocktail: হায়দরাবাদের এশিয়ান ইন্সটিটিউট অব গ্যাস্ট্রোএন্ট্রোলজি হাসপাতালের তরফে এই তথ্য সামনে আনা হয়েছে। এমনকী ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে ওঠা ৪০ জনের শরীরে আরটি-পিসিআর টেস্টেও করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ঠিক যেন ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার পরের ঘটনার পুনরাবৃত্তি ভারতে। কোভিডে আক্রান্ত হওয়ার পর এক সপ্তাহেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সুস্থতার নেপথ্য ছিল অ্যান্টিবডি ককটেল। এবার ভারতেও সেই ওষুধ প্রয়োগ করে তুমুল সাফল্য মিলল। ডোনাল্ড ট্রাম্পের সুস্থ হতে তাও এক সপ্তাহ সময় লেগেছিল, কিন্তু হায়দরাবাদের একটি হাসপাতালে ৪০ জনের উপর প্রয়োগ করা হয়েছিল মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল। আর তাতেই ২৪ ঘণ্টার মধ্যেই সুস্থ হয়ে ওঠেন সকলে। এমনকী জ্বর, সর্দিকাশির মতো উপসর্গও গায়েব হয়ে গিয়েছে।
advertisement

হায়দরাবাদের এশিয়ান ইন্সটিটিউট অব গ্যাস্ট্রোএন্ট্রোলজি হাসপাতালের তরফে এই তথ্য সামনে আনা হয়েছে। এমনকী ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে ওঠা ৪০ জনের শরীরে আরটি-পিসিআর টেস্টেও করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। এর আগে মাত্র দিল্লি ও হরিয়ানাতে ১২ ঘন্টায় দুজন করোনা রোগী সম্পূর্ণভাবে রোগ মুক্ত হয়েছিলেন। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, এই মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল কোভিড চিকিৎসায় যে গেমচেঞ্জার হতে পারে, তার প্রমাণ ইতিমধ্যেই মিলতে শুরু করেছে। জীবনের ঝুঁকি আছে এমন করোনা আক্রান্ত রোগীর ক্ষেত্রেই মূলত এই অ্যান্টিবডি ব্যবহার করা হচ্ছে। এই অ্যান্টিবডি ককটেলের পর স্টেরয়েড দেওয়ার প্রয়োজন নাও হতে পারে। এ ছাড়া মিউকরমাইকোসিস এর মতো মারাত্মক পোস্ট কোভিড সংক্রমণের ঝুঁকিও কমবে।

advertisement

যদিও এশিয়ান ইন্সটিটিউট অব গ্যাস্ট্রোএন্ট্রোলজি হাসপাতালের অধ্যক্ষ ডঃ নাগেশ্বর রেড্ডি এ বিষয়ে বলেন, 'আমেরিকা গবেষণা করে দেখেছে, মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনাভাইরাসের ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করতে সক্ষম। কিন্তু ভারতে খোঁজ মেলা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এই ককটেল কার্যকরী কিনা, তা আমরাই পরীক্ষা করে দেখছি। তাতে সাফল্যও পাচ্ছি। আগামী সপ্তাহে ফের এই ৪০ জন রোগীর পরীক্ষা করা হবে। তবে, বলে রাখা যায়, প্রায় ১০০ শতাংশ কেসেই আরটি-পিসিআর টেস্টে আর করোনাভাইরাসের উপস্থিতি মেলেনা।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

কী এই অ্যান্টিবডি ককটেল? আসলে তা হল, দুটি অ্যান্টিবডির সংমিশ্রণ। এই দুটি অ্যান্টিবডি হল কাসিরিভিম্যাভ ও আইডেভিম্যাব। চিকিৎসকরা ঝুঁকিপূর্ণ রোগীর ক্ষেত্রে এই ককটেল ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। ল্যাবরেটরিতে তৈরি করা এই মলিকিউল রোগীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দ্রুত কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। সেই কারণেই মনে করা হচ্ছে, করোনা লড়াইয়ে আগামী দিনে খুব বড় ভূমিকা নিতে পারে এই অ্যান্টিবডি ককটেল। এই ককটেলের দাম প্রায় ৭০ হাজার টাকা হলেও বহু রোগীই বর্তমানে স্বেচ্ছায় এই ওষুধ নিতে চাইছেন বলে জানা গিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Antibody Cocktail: ২৪ ঘণ্টায় ৪০ করোনা রোগী সুস্থ, সৌজন্য 'অ্যান্টিবডি ককটেল'! জানুন এ বিষয়ে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল