অগাস্ট মাসে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হয় যে ভারতে বেশ কিছু হিন্দু চরমপন্থী সংগঠনের পোস্টে হেট স্পিচের তকমা দেওয়া হচ্ছে না। ফেসবুক ইচ্ছা করে সেটি দিচ্ছে না, কারণ, তাতে ব্যবসা পড়ে যেতে পারে। কিন্তু তারপর সংস্থার পক্ষ থেকে বলা হয় এমন কোনও ঘটনাই ঘটেনি। ফেসবুক ইন্ডিয়ার প্রধান অজিত মোহন বলেন, ভারতে প্রতিদিন যে হাজার একটা সমস্যার মুখে পড়তে হয়, তার মধ্যে এটা কোনও সমস্যাই নয় আঁখির কাছে। তারপর অবশ্য সরকারের পক্ষ থেকে ডেকে পাঠিয়ে ফেসবুকের নীতি নিয়ে প্রশাসনের কর্তারাও প্রশ্ন করেন।
advertisement
আঁখি দাস ভারতের সেরা কর্পোরেট প্রভাবশালীদের মধ্যে অন্যতম। ২০১১ সাল থেকে ভারতে ফেসবুকের প্রভাব বিস্তারের পুরো সময়টাতেই দায়িত্ব সামলেছেন তিনি। ফেসবুকের পক্ষ থেকে আঁখি দাসের সরে যাওয়ার কথা ঘোষণা করে বলা হয়, তিনি ভারতে ফেসবুকের প্রথম দিককার কর্মীদের মধ্যে একজন ছিলেন। তাঁর হাত দিয়েই ভারতে ফেসবুক জনপ্রিয় হয়েছে এবং প্রভাব তৈরি করেছে। তিনি সংস্থার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।
