TRENDING:

Telangana Rain: গভীর নিম্নচাপে আকাশে ঘন কালো মেঘ! টানা বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্র-তেলঙ্গানা, দুর্যোগের বলি কমপক্ষে ২০ জন

Last Updated:

টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে অন্ধ্রপ্রদেশ-তেলঙ্গানার একাধিক নদী৷ জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের জন্য শরণার্থী শিবির তৈরি করেছে৷ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ কেন্দ্রের তরফে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা৷  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেলঙ্গানা: টানা দু’দিন ধরে চরম বৃষ্টি৷ বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা৷ ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে নানা ঘটনা মিলিয়ে ২০ জনের মৃত্যুর খবর মিলেছে৷ সড়ক এবং রেল পরিবহণও উল্লেখযোগ্যভাবে বিপর্যস্ত৷ বন্ধ স্কুল৷ বেসরকারি সংস্থাগুলিকে ওয়ার্ক ফ্রম হোম দেওয়ার আর্জি জানিয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভনাথ রেড্ডি৷
advertisement

গত রবিবার, অর্থাৎ, ১ সেপ্টেম্বর প্রবল বৃষ্টির জেরে ৯৯টি ট্রেন বাতিল করা হয়েছিল৷ ৪টি ট্রেন আংশিক ভাবে বাতিল হয়৷ রেললাইন জলে ডুবে যাওয়ার কারণে ৫৪টি ট্রেনের রুট বদল করা হয়৷

টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে অন্ধ্রপ্রদেশ-তেলঙ্গানার একাধিক নদী৷ জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের জন্য শরণার্থী শিবির তৈরি করেছে৷ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ কেন্দ্রের তরফে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা৷

advertisement

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্রতিবাদে করা ধরনামঞ্চেও শ্লীলতাহানি! মত্ত অবস্থায় ঢুকে পড়ল এক যুবক…তারপর

শুধু তাই নয়, জানা গিয়েছ, আজ, সোমবার ২ সেপ্টেম্বরও একইভাবে চলবে এই বৃষ্টি৷ ভারতের আবহাওয়া দফতর সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার উপকূলীয় অঞ্চলে একটি নিম্নচাপ অবস্থান করছে৷ যার জেরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে ওই অঞ্চলে৷ তবে বর্তমানে ওই নিম্নচাপ অবস্থানে খানিকটা উত্তর-পশ্চিমে সরে কলিঙ্গপতনমের কাছে চলে এসেছে৷ বর্তমানে তা দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে৷ বিশাখাপত্তনম থেকে ৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং মালকানগিরি থেকে ১২০ কিমি পূর্বে৷

advertisement

আরও পড়ুন: রাতারাতি বাড়বে গ্লো! অ্যালোভেরার সঙ্গে মেশান ৩ জিনিস, এবার বাড়িতেই ম্যাজিকাল সিরাম

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

আবহাওয়া দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘দক্ষিণ ওড়িশা থেকে উত্তর-পশ্চিম ঘেঁষে পশ্চিমে দক্ষিণ ছত্তিশগড়ের কাছে যাওয়ার পথে নিম্নচাপটি দুর্বল হবে৷ আগামী ২৪ ঘণ্টা নিম্নচাপের প্রভাব বজায় থাকবে৷’’

বাংলা খবর/ খবর/দেশ/
Telangana Rain: গভীর নিম্নচাপে আকাশে ঘন কালো মেঘ! টানা বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্র-তেলঙ্গানা, দুর্যোগের বলি কমপক্ষে ২০ জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল