TRENDING:

Anant Maharaj: সাংসদ পদে শপথ নিয়েই পৃথক রাজ্যের সওয়াল, গ্রেটার কোচবিহার চান অনন্ত মহারাজ

Last Updated:

এই প্রথম বার নয়, এর আগেও একাধিকবার পৃথক রাজ্যের দাবি তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লি থেকে আবারও উঠল বঙ্গভঙ্গের দাবি। সোমবার রাজ্যসভার সাংসদ পদে শপথ গ্রহণ করলেন বিজেপির অনন্ত মহারাজ। তার পরেই সংবাদমাধ্যমে তিনি গ্রেটার কোচবিহার নামে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চলের দাবি জানালেন। রাজ্য সরকারের বিরুদ্ধে অনন্ত মহারাজের অভিযোগ, সমগ্র উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে তৃণমূল সরকার। তবে এই দাবিতে বঙ্গ বিজেপির অস্বস্তি যে কিছুটা হলেও বাড়ল, তা বলার অপেক্ষা রাখে না।
শপথ নিয়েই বিতর্ক উস্কে দিলেন অনন্ত মহারাজ৷
শপথ নিয়েই বিতর্ক উস্কে দিলেন অনন্ত মহারাজ৷
advertisement

অনন্ত মহারাজ বলেন, ‘গ্রেটার কোচবিহার রাজ্যের দাবি তো দীর্ঘদিন ধরেই উঠছে। সরকারের কাছে আবেদন করব, যাতে গ্রেটার কোচবিহার পৃথক রাজ্যের জন্য যা প্রয়োজন, সেটা যেন করা হয়। অতি সত্ত্বর গ্রেটার কোচবিহার কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলব। এলাকার মানুষের বহুদিন ধরেই এই দাবি রয়েছে।’

তাঁর দাবি, শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, অসম, বিহারের কিছু অংশেও একই দাবি উঠেছে। বাংলাভাগের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজ্যের শাসক দলের কথার কোনও দাম নেই। বাংলা ভাগ করতে চাইছে বলে যে কথা ওদের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটা তো নয়। কোচবিহার নামে একটি রাজ্য গঠনের দাবি রয়েছে। ১৯৪৭ -এর ১৮ জুলাই ব্রিটিশ সংসদে ইন্ডিয়া ইনডিপেনডেন্ট অ্যাক্ট বিল পাস হয়। সেখানে বলা হয়েছে, কোচবিহারের মহারাজার থেকে যে সমস্ত এলাকা নেওয়া হয়েছিল, সেগুলি কোচবিহারের মহরাজাকে ফিরিয়ে দেওয়া হবে।’ তাঁর দাবি, তখন থেকেই গ্রেটার কোচবিহার হয়েছে। তিনি বলেন, ‘সেই গ্রেটার কোচবিহার রাজ্যের কথাই আমি বলছি। সেটাই সরকারকে করতে হবে।’

advertisement

এই প্রথম বার নয়, এর আগেও একাধিকবার পৃথক রাজ্যের দাবি তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এ দিন অনন্ত মহারাজের সঙ্গে শপথ গ্রহণ করলেন তৃণমূলের ৫ সাংসদ, ডেরেক ও ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, প্রকাশ চিক বারাইক এবং সামিরুল ইসলাম। প্রত্যেকেই বাঙালি সাজে শপথ গ্রহণ করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

শপথ গ্রহণ করেই বঙ্গভঙ্গের দাবি উস্কে দেওয়ার সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার মুখ্যসচেতক এবং জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা পড়া আবেদন অনুযায়ী, মহারাষ্ট্রের বিদর্ভ, গুজরাতে সৌরাষ্ট্র, অসমে বোরোল্যান্ড এবং কারবি অংলং, উত্তরপ্রদেশে বুন্দেলখণ্ড এবং পশ্চিমাঞ্চল বা হরিৎপ্রদেশ সহ মোট ২০ টি রাজ্যের প্রস্তাব রয়েছে। কেন কেন্দ্রীয় সরকার শুধু বাংলাকে ভাগ করতে উদ্যোগী? কার্জনের প্রেত এবং পৈশাচিক বিজেপি বাংলার পবিত্র মাটিতে ফের পরাজিত হবে। দিল্লির শাহেনশাহদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত লক্ষাদিক ক্ষুদিরাম, মাতঙ্গীনি, প্রীতিলতা, মাস্টারদা।’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Anant Maharaj: সাংসদ পদে শপথ নিয়েই পৃথক রাজ্যের সওয়াল, গ্রেটার কোচবিহার চান অনন্ত মহারাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল