ইতিমধ্যেই জামনগরে উপস্থিত হয়েছেন সপরিবারে শাহরুখ খান। স্ত্রী গৌরি, ছেলে আরিয়ান ও মেয়ে সুহানাকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন কিং খান। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, একটি চোখ-ধাঁধানো গাড়ি এগিয়ে চলেছে অনুষ্ঠানের ভেন্যুর দিকে। গাড়ির পিছনের সিটে বসে শাহরুখ ও গৌরি। কিং খানের পরণে কালো শার্ট, চোখে কালো গ্লেয়ার। গাড়ির সামনের সিটে বসে সুহানা ও আরিয়ান। সুহানাও বেছেছেন কালো পোশাক, চোখে কালো সানগ্লাস। বলা বাহুল্য, ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি।
advertisement
দেখুন ভিডিওটি–
বুধবার জনপ্রিয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পপ-গায়িকা রিহানাও হাজির হয়েছেন জামনগর-এ। ৯ বার গ্র্যামি বিজেতা রিহানা ও তাঁর দল-কে দেখা যায় এয়ারপোর্টের বাইরে বার হতে। অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করবেন রিহানা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 29, 2024 10:37 PM IST