জানা গিয়েছে, রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদানের অনুষ্ঠান সম্পন্ন করেছেন অনন্ত।
কিন্তু কে এই রাধিকা মার্চেন্ট? অনন্তের সঙ্গে কী ভাবেই বা তাঁর পরিচয়? জেনে নিন সেইসব খুঁটিনাটি কথা...
আরও পড়ুন- বাইরের রাজ্যে থাকলেও দেওয়া যাবে ভোট, নতুন পদ্ধতি নিয়ে ভাবনা নির্বাচন কমিশনের
advertisement
জানা গিয়েছে, বছর চব্বিশের রাধিকা মার্চেন্টের সঙ্গে সেই ছোটবেলা থেকেই বন্ধুত্ব অনন্তের। এর আগে রাধিকাকে আম্বানি পরিবারের একাধিক অনুষ্ঠানে অনন্তের সঙ্গে দেখা গিয়েছে। সম্প্রতি, আকাশ এবং শ্লোকা আম্বানির ছেলে পৃথ্বী আকাশ আম্বানির প্রথম জন্মদিনের অনুষ্ঠানেও গিয়েছিলেন তিনি।
তাঁর প্রথম নাচের অনুষ্ঠানে ব্যক্তিগত ভাবে উপস্থিত ছিলেন মুকেশ এবং নীতা আম্বানিও। তাই আম্বানি পরিবারের সঙ্গে যে রাধিকার কোনও গভীর যোগাযোগ রয়েছে, তা একপ্রকার পরিষ্কারই ছিল। সেই রাধিকাই এবার ছোট বউ হয়ে পদার্পণ করছেন আম্বানি পরিবারে।
আরও পড়ুন- করোনার সময় বাংলা থেকে নিখোঁজ এক লাখ মহিলা! ৫৬ হাজারের খোঁজ নেই এখনও
এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট এবং শাইলা মার্চেন্টের মেয়ে রাধিকা। তাঁর একটি ছোট বোনও রয়েছে। নাম অঞ্জলি। মুম্বইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন কোনোন স্কুল এবং ইকোল মনডিয়েল ওয়ার্ল্ড স্কুলে পড়াশোনা শেষ করে রাজনীতি ও অর্থনীতির বিষয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে। সেখানে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে ভারতে ফিরে একটি রিয়্যাল এস্টেট ফার্মে কাজ করতে শুরু করেছেন রাধিকা।
পড়াশোনায় তুখোর হওয়ার পাশাপাশি, ধ্রুপদী নৃত্যেও বিশেষ ব্যুৎপত্তি রয়েছে আম্বানি পরিবারের এই হবু ছোট বউয়ের। শ্বাশুড়়ি নীতা আম্বানির মতোই ভারতনাট্যম ঘরানার কুশলী শিল্পী। মাত্র ৮ বছর বয়স থেকেই শ্রী নিভা আর্টসে গুরু ভাবনা ঠাকরের কাছে ভারতনাট্যম শিখেছেন। সম্প্রতি, মঞ্চেও একক নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাঁকে।
অনন্ত আম্বানির ছোটবেলার বন্ধু রাধিকা। দুজনের দীর্ঘদিনের বন্ধুত্ব এবার সারাজীবনের সম্পর্কে পরিণতি পাওয়ার অপেক্ষা।