সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে দ্বারকা পীঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী এবং জ্যোর্তিমঠ শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মালা এবং উত্তরীয় পরিয়ে দিলেন। আশীর্বাদ করলেন।
advertisement
প্রসঙ্গত, নববিবাহিত অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের ‘শুভ আশীর্বাদ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আশীর্বাদের পর প্রধানমন্ত্রীকে পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় নব দম্পতিকে।
শনিবার এই বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বিয়েতে উপস্থিত অন্যান্য অতিথীদের সঙ্গেও দেখা করেন মোদি। অনন্ত-রাধিকাকে আশীর্বাদ করার পর প্রধানমন্ত্রীকে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি অন্যান্য অতিথী-অভ্যাগতদের মাঝে নিয়ে যান।
আরও পড়ুন: বিধান সরণিতে পচাগলা দেহ কার? জানা গেল মহিলার পরিচয়, সিসিটিভি ক্যামেরায় যা দেখা গেল…আঁতকে উঠবেন
নবদম্পতি অনন্ত-রাধিকাকে উপহারও দিয়েছেন প্রধানমন্ত্রী। একটি ভিডিয়োয় ধরা পড়েছে অনন্ত-রাধিকাকে মোদির উপহার দেওয়ার মুহূর্ত৷ তার পর মুহূর্তেই মোদির পা ছুঁয়ে আশীর্বাদ নেন নবদম্পতি৷ মুকেশ ও নীতা আম্বানি, শাইলা এবং বীরেন মার্চেন্টকেও শুভেচ্ছা জানান মোদি৷