TRENDING:

‘অ্যায়সা পেহলি বার হুয়া হ্যায়’ গানে তুমুল নাচ সলমনের, পা মেলালেন হবু বর অনন্তও! নাচ-গান-আনন্দ প্রতিধ্বনিত হল রাধিকা-অনন্তের সঙ্গীতে

Last Updated:

আগামী সপ্তাহেই রাধিকা মার্চেন্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানির পুত্র অনন্ত আম্বানি। আর অনন্তের বিয়ের ঠিক আগেই নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (এনএমএসিসি) একটি গ্র্যান্ড সঙ্গীতের আয়োজন করেছিল আম্বানি পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীতে বসল তারাদের হাট। শুক্রবার মুম্বইয়ে বহু প্রতীক্ষিত ওই বিয়ের সঙ্গীতে মঞ্চ মাতাতে দেখা গেল বলিউড সুপারস্টার সলমন খানকে। আর তাঁর সঙ্গে পা মিলিয়েছেন হবু বর অনন্তও। সলমনের জনপ্রিয় ‘অ্যায়সা পেহলি বার হুয়া হ্যায়’ গানে নাচলেন তাঁরা।

‘অ্যায়সা পেহলি বার হুয়া হ্যায়’ গানে তুমুল নাচ সলমনের, পা মেলালেন হবু বর অনন্তও! নাচ-গান-আনন্দ প্রতিধ্বনিত হল রাধিকা-অনন্তের সঙ্গীতে
‘অ্যায়সা পেহলি বার হুয়া হ্যায়’ গানে তুমুল নাচ সলমনের, পা মেলালেন হবু বর অনন্তও! নাচ-গান-আনন্দ প্রতিধ্বনিত হল রাধিকা-অনন্তের সঙ্গীতে
advertisement

আগামী সপ্তাহেই রাধিকা মার্চেন্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানির পুত্র অনন্ত আম্বানি। আর অনন্তের বিয়ের ঠিক আগেই নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (এনএমএসিসি) একটি গ্র্যান্ড সঙ্গীতের আয়োজন করেছিল আম্বানি পরিবার। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের নামীদামি তারকারা।

আরও পড়ুন: শেষই হতে চায় না…এত লম্বা! ২৫৬ টি কোচ, ৬ টি ইঞ্জিন, দেশের দীর্ঘতম ট্রেনের নাম জানেন কি? রাজধানী বা শতাব্দী নয় কিন্তু

advertisement

ভাইরাল ভায়ানির শেয়ার করা একটি ভিডিও-য় দেখা গিয়েছে, ‘অ্যায়সা পেহলি বার হুয়া হ্যায়’ গানে নাচতে দেখা গিয়েছে সলমনকে। আর তাঁকে কপি করছিলেন হবু বর অনন্ত। কালো টাক্সিডোয় অসাধারণ দেখাচ্ছিল বলিউডের ভাইজানকে। আর নীল রঙের শিমারি কুর্তা এবং রুপোলি জ্যাকেটে আনন্দের আভায় ঝলমল করেছিলেন অনন্ত।

সলমন খান কিংবা অন্যান্য বলিউড তারকা ছাড়াও শুক্রবার সন্ধ্যায় অনন্ত-রাধিকার জমকালো সঙ্গীতের মূল আকর্ষণ ছিল পপ স্টার জাস্টিন বিবারের পারফরম্যান্স। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় ‘বেবি’, ‘নেভার লেট ইউ গো’ এবং ‘হোয়্যার আর ইউ নাও’ গানে রীতিমতো মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন এই আন্তর্জাতিক তারকা। বলিউড হাঙ্গামা-র শেয়ার করা এক ভিডিও-য় দেখা গিয়েছে, সঙ্গীতে ওরহান আওয়াত্রামানি ওরফে ওরির সঙ্গে ‘হোয়্যার আর ইউ নাও’ গান করতে দেখা গিয়েছে জাস্টিনকে।

advertisement

আরও পড়ুন: স্বামীকে হাতেনাতে বান্ধবীর সঙ্গে ধরেন! বিয়ের ১ বছরের মধ‍্যেই সব শেষ! ৩৯-এও সিঙ্গেল নায়িকাকে চিনতে পারছেন?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গত বুধবার মুম্বইয়ে আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়াতে মামেরু অনুষ্ঠানের মাধ্যমেই সূচনা ঘটে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং স্ত্রী নীতা আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং তাঁর হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের বিবাহ উৎসবের। আগামী ১২ জুলাই মুম্বইয়ে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। দিন কয়েক আগেই পুত্রের বিয়ের আমন্ত্রণ জানাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুকেশ আম্বানি। এর আগে অনন্ত নিজে গিয়ে বিয়ের জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছেন বলিউড তারকা অক্ষয় কুমার এবং অজয় দেবগনকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘অ্যায়সা পেহলি বার হুয়া হ্যায়’ গানে তুমুল নাচ সলমনের, পা মেলালেন হবু বর অনন্তও! নাচ-গান-আনন্দ প্রতিধ্বনিত হল রাধিকা-অনন্তের সঙ্গীতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল