আগামী সপ্তাহেই রাধিকা মার্চেন্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানির পুত্র অনন্ত আম্বানি। আর অনন্তের বিয়ের ঠিক আগেই নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (এনএমএসিসি) একটি গ্র্যান্ড সঙ্গীতের আয়োজন করেছিল আম্বানি পরিবার। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের নামীদামি তারকারা।
advertisement
ভাইরাল ভায়ানির শেয়ার করা একটি ভিডিও-য় দেখা গিয়েছে, ‘অ্যায়সা পেহলি বার হুয়া হ্যায়’ গানে নাচতে দেখা গিয়েছে সলমনকে। আর তাঁকে কপি করছিলেন হবু বর অনন্ত। কালো টাক্সিডোয় অসাধারণ দেখাচ্ছিল বলিউডের ভাইজানকে। আর নীল রঙের শিমারি কুর্তা এবং রুপোলি জ্যাকেটে আনন্দের আভায় ঝলমল করেছিলেন অনন্ত।
সলমন খান কিংবা অন্যান্য বলিউড তারকা ছাড়াও শুক্রবার সন্ধ্যায় অনন্ত-রাধিকার জমকালো সঙ্গীতের মূল আকর্ষণ ছিল পপ স্টার জাস্টিন বিবারের পারফরম্যান্স। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় ‘বেবি’, ‘নেভার লেট ইউ গো’ এবং ‘হোয়্যার আর ইউ নাও’ গানে রীতিমতো মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন এই আন্তর্জাতিক তারকা। বলিউড হাঙ্গামা-র শেয়ার করা এক ভিডিও-য় দেখা গিয়েছে, সঙ্গীতে ওরহান আওয়াত্রামানি ওরফে ওরির সঙ্গে ‘হোয়্যার আর ইউ নাও’ গান করতে দেখা গিয়েছে জাস্টিনকে।
গত বুধবার মুম্বইয়ে আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়াতে মামেরু অনুষ্ঠানের মাধ্যমেই সূচনা ঘটে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং স্ত্রী নীতা আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং তাঁর হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের বিবাহ উৎসবের। আগামী ১২ জুলাই মুম্বইয়ে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। দিন কয়েক আগেই পুত্রের বিয়ের আমন্ত্রণ জানাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুকেশ আম্বানি। এর আগে অনন্ত নিজে গিয়ে বিয়ের জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছেন বলিউড তারকা অক্ষয় কুমার এবং অজয় দেবগনকে।