রাজকীয়তা এবং নান্দনিকতার মিশেল ইশা আম্বানির এই দুর্দান্ত গাউনটি। কর্সেট করা ওই ফিগার-হাগিং গাউনটিতে ফুটে উঠেছিল ৩ডি বা ত্রিমাত্রিক চেরি এবং ম্যাগনোলিয়া ফুলের শাখা। সেই সঙ্গে রয়েছে স্যোয়ারভস্কি ক্রিস্টালের রাজকীয় পিকক এমব্রয়ডারি। আর অপূর্ব দেখতে এই স্প্রিং-সামার ২০২৪ গাউনের সঙ্গে ইশা বেছে নিয়েছিলেন ফুলের পাপড়ির মতো স্কাল্পচারাল শাল। যেটা তাঁর পোশাকে একটা আলাদাই মাত্রা এনে দিয়েছে।
advertisement
এই অপূর্ব রাজকীয় গাউন পরে ইশা একটি ফ্লোরাল ব্যাকড্রপের সামনে পোজ দিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। সেই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেলিব্রিটি স্টাইলিস্ট অনাইতা শ্রফ আদজানিয়া। আসলে ইশার স্টাইলিং করেছেন তিনিই। পোশাকের সঙ্গে সাযুজ্য রেখে ইশার মেক-আপেও ফুটে উঠেছে গোলাপি আভা। আর তাঁর সুন্দর ছিমছাম সাজ এবং কেশসজ্জার দায়িত্বে ছিলেন যথাক্রমে তানভি চেম্বুরকর এবং ইয়ান্নি সাপাতোরি। আর ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিটি দেখে মনে হচ্ছে যেন রূপকথার কোনও ছবির বইয়ের পৃষ্ঠা থেকে উঠে এসেছেন মুকেশ-কন্যা!
জামনগরে রিলায়েন্স গ্রিনস কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ উৎসব। সেখানে যোগ দিয়েছেন প্রায় ২০০০ অতিথি। এঁদের মধ্যে রয়েছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প বলিউডের সুপারস্টার শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, অক্ষয় কুমার, জাহ্নবী কাপুর, কিয়ারা আডবানি, সিদ্ধার্থ মালহোত্রা, সাইনা নেহওয়াল, শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে, আদিত্য রয় কাপুর, হার্দিক পাণ্ডে, সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, সইফ আলি খান, করিনা কাপুর খান, নীতু কাপুর এবং মাধুরী দীক্ষিত-সহ আরও অনেক তারকা।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু! বডিকন ড্রেসে কিয়ারা, বাকিরা কেমন সাজলেন
প্রথম দিনের নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, মঞ্চ মাতিয়েছেন পপতারকা রিহানা। এটা মূলত প্রথম সন্ধ্যার মূল আকর্ষণ ছিল। সেই সঙ্গে ছিল সির্ক ডি সোলেই-এর পারফরম্যান্স, বনতারা শো আর ম্যাজিক্যাল ড্রোন শো-ও। আর দুর্দান্ত ডিনার এবং আফটার পার্টি দিয়ে সমাপ্ত হয়েছে প্রথম দিনের অনুষ্ঠান।