বরাবরই নিজেকে প্রচারের আলো থেকে দূরে রাখতেই পছন্দ করেন দীপ্তি সালগাঁওকর। ব্যবসায়ী দত্তারাজ সালগাঁওকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মুকেশ আম্বানির এই ছোট বোনটি। এমনিতে আম্বানি পরিবারের কাছে জামনগরের এক বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ গুজরাতের এই শহরের সঙ্গে তাঁদের পারিবারিক বন্ধন অত্যন্ত গভীর। আর সবথেকে বড় কথা হল, জামনগরে প্রতিদিন খুব বেশি বিমান অবতরণ করে না। তবে আগামী ১ মার্চ সেখানে প্রায় ৫০টি বিমান অবতরণ করার কথা। যদিও জামনগর বিমানবন্দরের তদারকির দায়িত্বে রয়েছে রিলায়েন্স। কারণ এটাই মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রিফাইনারি কমপ্লেক্সের প্রবেশদ্বার।
advertisement
আম্বানি পরিবারের এই অনুষ্ঠানে যোগ দিতে জামনগরে পৌঁছে গিয়েছেন সলমন খান, জাহ্নবী কাপুর এবং মণীশ মালহোত্রার মতো বলিউড তারকারাও। শোনা যাচ্ছে যে, রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ উৎসবে পারফর্ম করবেন রিহানা এবং ম্যাজিশিয়ান ডেভিড ব্লেইনের মতো নামীদামি আন্তর্জাতিক তারকারা। এর পাশাপাশি অনুষ্ঠানে অরিজিৎ সিং, অজয়-অতুল এবং দিলজিৎ দোসাঞ্জের মতো ভারতীয় তারকাদেরও পারফর্ম করার কথা রয়েছে।
তিন দিনব্যাপী ওই প্রাক-বিবাহ উৎসবে এক-এক দিন রাখা হচ্ছে এক-এক রকম থিম। প্রথম দিনের থিম ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’। ফলে ড্রেস কোড থাকছে ‘এলিগ্যান্ট ককটেল’। আবার দ্বিতীয় দিনের থিম ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড’। ফলে থাকছে ‘জাঙ্গল ফিভার’ ড্রেস কোড। আর ওই দিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে জামনগরে আম্বানিদের অ্যানিম্যাল রেসকিউ সেন্টারের বাইরে। ফলে আরামদায়ক পোশাক এবং জুতো পরার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর ‘মেলা রুজ’-এর জন্য অতিথিদের বদলে ফেলতে হবে সাফারি-থিমের আউটফিট। এর জন্য ড্রেস কোড রাখা হয়েছে ‘ড্যাজলিং দেশি রোমান্স’।
এক্ষেত্রে দক্ষিণ এশীয় পোশাক পরতে হবে সকল আমন্ত্রিতকে। আর শেষ দিনে রয়েছে দু’টি বড় অনুষ্ঠান। এর মধ্যে প্রথমটি হল ‘টাস্কার ট্রেলস’। এক্ষেত্রে ড্রেস কোড হতে চলেছে ক্যাজুয়াল চিক। শেষ পার্টির নাম ‘হস্তাক্ষর’। সন্ধ্যার এই অনুষ্ঠানের ড্রেস কোড হল দুর্দান্ত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক।