TRENDING:

Anant Ambani, Radhika Merchant Pre-Wedding: সমারোহে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসব... আসছেন আত্মীয়-পরিজন, বিমানবন্দরে বিক্রম-ঈশিতা

Last Updated:

বরাবরই নিজেকে প্রচারের আলো থেকে দূরে রাখতেই পছন্দ করেন দীপ্তি সালগাঁওকর। ব্যবসায়ী দত্তারাজ সালগাঁওকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মুকেশ আম্বানির এই ছোট বোনটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামনগর: ১ মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবের আসর। যা চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবে যোগ দিতে জামনগরে একে একে পৌঁছতে শুরু করেছেন আম্বানি পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই অনুষ্ঠানে যোগ দিতে ওই শহরে পৌঁছে গিয়েছেন মুকেশ আম্বানির ছোট বোন দীপ্তি সালগাঁওকরের দুই সন্তান বিক্রম এবং ঈশিতা সালগাঁওকরকে। বিমানবন্দরে দেখা গেল তাঁদের।
advertisement

বরাবরই নিজেকে প্রচারের আলো থেকে দূরে রাখতেই পছন্দ করেন দীপ্তি সালগাঁওকর। ব্যবসায়ী দত্তারাজ সালগাঁওকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মুকেশ আম্বানির এই ছোট বোনটি। এমনিতে আম্বানি পরিবারের কাছে জামনগরের এক বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ গুজরাতের এই শহরের সঙ্গে তাঁদের পারিবারিক বন্ধন অত্যন্ত গভীর। আর সবথেকে বড় কথা হল, জামনগরে প্রতিদিন খুব বেশি বিমান অবতরণ করে না। তবে আগামী ১ মার্চ সেখানে প্রায় ৫০টি বিমান অবতরণ করার কথা। যদিও জামনগর বিমানবন্দরের তদারকির দায়িত্বে রয়েছে রিলায়েন্স। কারণ এটাই মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রিফাইনারি কমপ্লেক্সের প্রবেশদ্বার।

advertisement

আম্বানি পরিবারের এই অনুষ্ঠানে যোগ দিতে জামনগরে পৌঁছে গিয়েছেন সলমন খান, জাহ্নবী কাপুর এবং মণীশ মালহোত্রার মতো বলিউড তারকারাও। শোনা যাচ্ছে যে, রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ উৎসবে পারফর্ম করবেন রিহানা এবং ম্যাজিশিয়ান ডেভিড ব্লেইনের মতো নামীদামি আন্তর্জাতিক তারকারা। এর পাশাপাশি অনুষ্ঠানে অরিজিৎ সিং, অজয়-অতুল এবং দিলজিৎ দোসাঞ্জের মতো ভারতীয় তারকাদেরও পারফর্ম করার কথা রয়েছে।

advertisement

আরও পড়ুন Anant Ambani Exclusive Interview: অনন্ত আম্বানির বিশেষ উদ্যোগ, জামনগরে বিশ্বের সবচেয়ে বড় পশুদের রেসকিউ সেন্টার ‘বনতারা’

তিন দিনব্যাপী ওই প্রাক-বিবাহ উৎসবে এক-এক দিন রাখা হচ্ছে এক-এক রকম থিম। প্রথম দিনের থিম ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’। ফলে ড্রেস কোড থাকছে ‘এলিগ্যান্ট ককটেল’। আবার দ্বিতীয় দিনের থিম ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড’। ফলে থাকছে ‘জাঙ্গল ফিভার’ ড্রেস কোড। আর ওই দিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে জামনগরে আম্বানিদের অ্যানিম্যাল রেসকিউ সেন্টারের বাইরে। ফলে আরামদায়ক পোশাক এবং জুতো পরার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর ‘মেলা রুজ’-এর জন্য অতিথিদের বদলে ফেলতে হবে সাফারি-থিমের আউটফিট। এর জন্য ড্রেস কোড রাখা হয়েছে ‘ড্যাজলিং দেশি রোমান্স’।

advertisement

এক্ষেত্রে দক্ষিণ এশীয় পোশাক পরতে হবে সকল আমন্ত্রিতকে। আর শেষ দিনে রয়েছে দু’টি বড় অনুষ্ঠান। এর মধ্যে প্রথমটি হল ‘টাস্কার ট্রেলস’। এক্ষেত্রে ড্রেস কোড হতে চলেছে ক্যাজুয়াল চিক। শেষ পার্টির নাম ‘হস্তাক্ষর’। সন্ধ্যার এই অনুষ্ঠানের ড্রেস কোড হল দুর্দান্ত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani, Radhika Merchant Pre-Wedding: সমারোহে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসব... আসছেন আত্মীয়-পরিজন, বিমানবন্দরে বিক্রম-ঈশিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল