১ মার্চ, শুক্রবার থেকে গুজরাতের জামনগরে শুরু হয়েছে তিনদিনের প্রাক বিবাহ অনুষ্ঠান। একে একে হাজির হচ্ছেন বিশ্বের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সেলেব্রিটিরা। তাঁদের আনার জন্য জামনগর বিমানবন্দরে বিলাসবহুল গাড়ির সারি।
এই বছরের শেষ দিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি গাঁটছড়া বাঁধবেন এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট এবং উদ্যোক্তা শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে। তার আগে ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত বসতে চলেছে প্রাক বিবাহ বাসর।
advertisement
অতিথিদের জন্য বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে গ্রিন রুম। সেখানে মোতায়েন বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী। প্রাক বিবাহ বাসরে পৌঁছতেই অতিথিদের মিষ্টিমুখ করাচ্ছে আম্বানি পরিবার। থাকছে জাফরান প্যাঁড়া, ড্রাই ফ্রুট সুখদি, পেস্তা মিষ্টি, হালবাসনা, মোহনথাল এবং সুরতি ঘরি। স্বাগত পানীয় হিসেবে দেওয়া হচ্ছে আম পান্না এবং লেবু শিখাঞ্জি।
আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মেটা সিইও মার্ক জুকেরবার্গ, মরগান স্ট্যানলি সিইও টেড পিক, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনির সিইও বব ইগার, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের, ইএল রথসচাইল্ডের চেয়ারম্যান লিন ফরেস্টার ডি রথসচাইল্ড প্রমুখ।
আমন্ত্রিত ভারতীয় শিল্পপতিদের মধ্যে রয়েছেন গৌতম আদানি এবং তাঁর পরিবার, টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন, আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারপার্সন কুমার মঙ্গলম বিড়লা এবং তাঁর পরিবার, গোদরেজ পরিবার, ইনফোসিসের চেয়ারম্যান নন্দন নিলেকানি, আরপিএসজি গ্রুপের প্রধান সঞ্জীব গোয়েঙ্কা, উইপ্রোর রিশাদ প্রেমজি, ব্যাঙ্কার উদয় কোটাক, ভ্যাকসিন নির্মাতা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা, এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল, হিরোর পবন মুঞ্জাল, এইচসিএল-এর রোশনি নাদার, জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথ, উদ্যোক্তা রনি স্ক্রুওয়ালা এবং সান ফার্মার দিলীপ সাঙ্ঘভি।
আরও পড়ুন: দাম বাড়ল রান্নার গ্যাসের! বিজেপি ফের ক্ষমতায় এলে কত হবে দাম? মমতার দাবিতে আতঙ্ক
ক্রিকেটারদের মধ্যে সচিন তেন্ডুলকর এবং তাঁর পরিবার, এমএস ধোনি এবং তাঁর পরিবার, রোহিত শর্মা, কেএল রাহুল, হার্দিক এবং ক্রুনাল পান্ড্য এবং ইশান কিশান উপস্থিত থাকবেন।
প্রাক বিবাহ অনুষ্ঠানে বলিউডের মেগা তারকা অমিতাভ বচ্চন এবং তাঁর পরিবার, অভিষেক এবং ঐশ্বর্য রাই বচ্চন, শাহরুখ খান এবং তাঁর পরিবার, আমির খান, সলমন খান, অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্না, অজয় দেবগন এবং কাজল, সইফ আলি খান এবং তাঁর পরিবার, চাঙ্কি পাণ্ডে, রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর এবং আলিয়া ভাট এবং ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ উপস্থিত থাকবেন।
এছাড়া, মাধুরী দীক্ষিত এবং শ্রীরাম নেনে, আদিত্য চোপড়া এবং রানি মুখোপাধ্যায়, করণ জোহর, বনি কপূর এবং তাঁর পরিবার, অনিল কপূর এবং তাঁর পরিবার, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কপূর এবং করিশমা কপূর, রজনীকান্ত এবং তাঁর পরিবারও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন।