চিড়িয়াখানা নির্মাণের যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি। নেটওয়ার্ক18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অনন্ত আম্বানি বলেন, জামনগরে বিরল প্রজাতির এই পশুপাখির সম্ভার থাকবে নির্মীয়মাণ এই চিড়িয়াখানায়। ফ্রগ হাউস, ড্রাগন আইল্যান্ড, ল্যান্ড অব রোডেন্ট, অ্যাকোয়াটিক কিংডোম-সহ একাধিক বিভাগ। আফ্রিকার সিংহ, চিতা, জাগুয়ার, নেকড়ে, হিপ্পো, ওরাংওটাং, বেঙ্গল টাইগার-সহ দেশ বিদেশের একাধিক প্রাণী থাকবে।
advertisement
ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর দর্শন সরীসৃপ কেমোডো ড্রাগন নিয়ে পশুপ্রেমীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। এই চিড়িয়াখানায় তার দর্শন মিলবে জেনে উৎসাহিত পর্যটকরা।
প্রসঙ্গত, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের সানাই বেজে গিয়েছে। ফলে খুশির হাওয়া বইছে অ্যান্টিলিয়াতে। ধুমধাম করেই চলতি বছরের পরের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা তাঁদের। এ দিকে অনন্ত-রাধিকার তিন দিনব্যাপী বিবাহ-পূর্ববর্তী অনুষ্ঠান শুরু হচ্ছে পরের মাসেই। মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি ঘোষণা করেছেন, আগামী ১, ২ এবং ৩ মার্চ জামনগরে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং উৎসবের আয়োজন করেছে আম্বানি এবং মার্চেন্ট পরিবার। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলিউডের নামীদামি তারকাদের। শুধু তা-ই নয়, ইতিমধ্যেই সংবাদমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে যে, ওই অনুষ্ঠানের জন্য উপস্থিত থাকবেন বিভিন্ন ক্ষেত্রে দেশ-বিদেশের বিশ্ববরেণ্য ব্যক্তিত্বরা।