পশ্চিম ভারতের অর্থাৎ গুজরাতের জামনগরে “গ্রিনস জুওলজিক্যাল রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কিংডম” নামে ২৮০ একর চিড়িয়াখানা এবং প্রাণী উদ্ধার অভয়ারণ্য তৈরি করছে। এই চিড়িয়াখানাটি অনন্ত আম্বানি ‘পেট প্রজেক্ট’৷ মুকেশ আম্বানির ছোট ছেলে RIL-র ডিরেক্টর৷ এই চিড়িয়াখানাটি জামনগরের রিফাইনারির কাছেই রয়েছে৷
আরও পড়ুন – Ind vs Eng: ‘নয়নের মণি’ সরফরাজ খানকে মাঠের মধ্যেই এ ভাষায় তিরস্কার, ‘জাদা হিরো মত বন’ বললেন রোহিত
advertisement
অনন্ত আম্বানির চিড়িয়াখানাতে ১০০ প্রজাতির পশু-পাখি রয়েছে, রয়েছে সরীসৃপও রয়েছে৷ এখানে আফ্রিকান সিংহ, পিগমি জলহস্তী, রয়্যাল বেঙ্গল টাইগার্স, কমোডো ড্রাগনের মতো পশু রয়েছে৷ প্রত্যেক প্রজাতির জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে৷ যেমন ফ্রগ হাউস, ড্রাগনস ল্যান্ড, অ্যাকোয়াটিক কিংডম, ইন্ডিয়ান ডেজার্ট, এক্সটিক আইল্যান্ড।
এই বিশাল চিড়িয়াখানায় পশু-প্রাণীদের দেখভালের জন্য বিশাল সংখ্যক কর্মী নিয়োগ হচ্ছে। ৩০০০ কর্মী এই চিড়িয়াখানায় কাজ করছেন৷ আসলে পশু প্রাণীদের প্রতি আম্বানি পরিবার অত্যন্ত ভালবাসায় পরিপূর্ণ৷ পাশাপাশি তাঁরা যা প্রজেক্টই করেন তাতে প্রচুর কর্মী নিয়োগের সুযোগ করে দেন৷
তেমনিই জামনগরের এই চিড়িয়াখানা প্রচুর মানুষের কাজের সুযোগ করে দিচ্ছে৷ যা সেই এলাকায় কর্ম সংস্থানে বড় ওপেনিং হয়ে উঠেছে৷
অনন্ত আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে। অনন্তের সঙ্গে বিয়ে হতে চলেছে এনকোর হেলথ কেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার। ২০২৪ এর ১ মার্চ থেকে অনন্ত ও রাধিকার বিয়ের প্রি ওয়েডিংয়ের নানা অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সম্প্রতি তাঁদের প্রি ওয়েডিংয়ের আমন্ত্রণপত্র ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, জামনগরে ১ থেকে ৩ মার্চ ২০২৪ অনন্ত ও রাধিকার বিয়ে উপলক্ষে প্রি ওয়েডিংয়ের নানা অনুষ্ঠান চলবে রিলায়েন্স গ্রিন্স-এ। জামনগরে ১৯৯৭ সালে বিশ্বের সবচেয়ে বড় গ্রাসরুট রিফাইনিং কমপ্লেক্স তৈরি করেছিল রিলায়েন্স। সেখানে বছরের পর বছর প্রায় ১০ মিলিয়ন গাছ লাগানো হয়েছে। সেই সবুজে ঘেরা সমারোহেই হবে অনন্ত ও রাধিকার বিয়ের প্রি ওয়েডিং।