TRENDING:

Anant Ambani & Radhika Merchant's Pre-Wedding Festivities: রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ উৎসবে নীতা আম্বানির সাজে আভিজাত্য ও ঐতিহ্যের মেলবন্ধন

Last Updated:

Anant Ambani & Radhika Merchant's Pre-Wedding Festivities: পুত্র অনন্ত এবং বীরেন মার্চেন্টের কন্যা রাধিকার প্রাক-বিবাহ উৎসবের প্রথম সন্ধ্যায় যেন আলাদা মাত্রা যোগ করলেন নীতা আম্বানি। একটি অসাধারণ স্যাটিন পোশাকে অপূর্ব ব্যক্তিত্বময়ী দেখাচ্ছিল তাঁকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামনগর: ছোট ছেলে অনন্ত আম্বানি এবং হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবের প্রথম সন্ধ্যায় আনন্দঘন মুহূর্তে দেখা গেল হাস্যোজ্জ্বল নীতা আম্বানিকে। সৌন্দর্য এবং আভিজাত্যের প্রতিমূর্তি তিনি!পুত্র অনন্ত এবং বীরেন মার্চেন্টের কন্যা রাধিকার প্রাক-বিবাহ উৎসবের প্রথম সন্ধ্যায় যেন আলাদা মাত্রা যোগ করলেন নীতা আম্বানি। একটি অসাধারণ স্যাটিন পোশাকে অপূর্ব ব্যক্তিত্বময়ী দেখাচ্ছিল তাঁকে। আর লক্ষণীয় বিষয় হল, নীতার ককটেল ড্রেসের দুই পাশেই খচিত রয়েছে সোনা-রুপোর বোতাম।
অনন্ত আম্বানি এবং হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবের প্রথম সন্ধ্যায় আনন্দঘন মুহূর্তে দেখা গেল হাস্যোজ্জ্বল নীতা আম্বানিকে
অনন্ত আম্বানি এবং হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবের প্রথম সন্ধ্যায় আনন্দঘন মুহূর্তে দেখা গেল হাস্যোজ্জ্বল নীতা আম্বানিকে
advertisement

হবু বরের মায়ের পোশাক যেন জমকালো কাপড়, মহার্ঘ্য অলঙ্কার এবং ঝলমলে সূক্ষ্মতার এক অপূর্ব মিশেল হয়ে উঠেছে। ওই উজ্জ্বল সন্ধ্যায় নীতা আম্বানির স্টাইলের যেন পরিপূরক হয়ে উঠেছিল মুকেশ আম্বানির ভারতীয় লুক। ওই বিশেষ সন্ধ্যার জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি বেছে নিয়েছিলেন একটি ক্লাসিক ভারতীয় বন্ধগলা স্যুট। আর বন্ধগলা ওই স্যুটে জ্বলজ্বল করছিল সোনার বোতাম। আর তাঁর মোনোক্রোম পোশাকে যেন রঙের ছোঁয়া লাগিয়েছে লাল রঙের প্রিন্টেড পকেট স্কোয়্যার।

advertisement

নীতা এবং মুকেশ আম্বানিকে ওই অনুষ্ঠানে হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের সঙ্গে হালকা মেজাজে দেখা গিয়েছে। মিষ্টি হাসি ছড়িয়ে দিয়ে পরিবেশকে আরও উজ্জ্বল করেছেন রাধিকা। ওই সন্ধ্যার জন্য তিনি বেছে নিয়েছিলেন নামী ইতালীয় ব্র্যান্ড ভারস্যাচে-এর  আউটফিট। অন্যদিকে পরিবারের বড় ছেলে এবং বড় পুত্রবধূ আকাশ-শ্লোকাও ওই অনুষ্ঠানে মেতে উঠেছিলেন। আকাশ বেছে নিয়েছিলেন একটি লাল টাক্সিডো। আর লাল ড্রেসে গ্ল্যামারাস অবতারে ধরা গিয়েছেন শ্লোকা। আর ইশা বেছেছিলেন মিস সোহি প্যাস্টেল এম্ব্রয়ডার্ড গাউন। মানানসই সঙ্গত করেছিল একটি স্কাল্পচারাল গোলাপি শাল। পরে অবশ্য পোশাক বদলেছিলেন তাঁরা। ইশা একটি শিয়ার কালো ড্রেস পরেছিলেন রিহানার পারফরম্যান্সের আগে। আর শ্লোকাও সেই সময় পরেছিলেন একটি প্যাস্টেল পিঙ্ক শর্ট ড্রেস। স্টাইলিশ স্নিকার্স পরে নিজের লুক কমপ্লিট করেছেন আম্বানি পরিবারের বড় বউমা।

advertisement

আরও পড়ুন : জুকেরবার্গ থেকে অমিতাভ! রিহানা থেকে মাধুরী! তারকারা কেমন সাজবেন অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং-এ? দেখুন তাঁদের এআই ছবির অ্যালবাম

প্রথম দিনের নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, মঞ্চ মাতিয়েছেন পপতারকা রিহানা। এটা মূলত প্রথম সন্ধ্যার মূল আকর্ষণ ছিল। সেই সঙ্গে ছিল সির্ক ডি সোলেই-এর পারফরম্যান্স, বনতারা শো আর ম্যাজিক্যাল ড্রোন শো-ও। আর দুর্দান্ত ডিনার এবং আফটার পার্টি দিয়ে সমাপ্ত হয়েছে প্রথম দিনের অনুষ্ঠান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাধিকা-অনন্তের এই প্রাক-বিবাহ উৎসবের আসরে বসেছে চাঁদের হাট। সেখানে যোগ দিয়েছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, অক্ষয় কুমার, জাহ্নবী কাপুর, কিয়ারা আডবানি, সিদ্ধার্থ মালহোত্রা, সাইনা নেহওয়াল, শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে, আদিত্য রয় কাপুর, হার্দিক পাণ্ড্য, সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, সইফ আলি খান, করিনা কাপুর খান, নীতু কাপুর এবং মাধুরী দীক্ষিত-সহ আরও অনেক তারকা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani & Radhika Merchant's Pre-Wedding Festivities: রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ উৎসবে নীতা আম্বানির সাজে আভিজাত্য ও ঐতিহ্যের মেলবন্ধন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল