আম্বানিদের বাসভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান ঐতিহ্য, ঐশ্বর্য এবং আন্তরিক আনন্দের সংমিশ্রণ হতে চলেছে। মোট কথা, ভারতের পারিবারিক অনুষ্ঠানে যে ভাবে উদযাপন করা হয়, ঠিক সেই রকম নাচ, গান এবং আনন্দ উৎসবের মাধ্যমেই জমে উঠবে রাধিকা-অনন্তের এই অনুষ্ঠান। আর সবথেকে বড় কথা হল, হবু বর-কনে দু’জনেই ফ্যাশনিস্তা! তাঁদের ফ্যাশনের বোধ তুঙ্গে! সেই প্রমাণ বারবার মিলেছে। ফলে এই অনুষ্ঠানেও যে তার ব্যতিক্রম হবে না, সেটা এখন থেকেই স্পষ্ট। একবার ফিরে দেখে নেওয়া যাক, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের অবিস্মরণীয় ফ্যাশন মোমেন্ট!
advertisement
এনএমএসিসি গ্ল্যাম:
মুম্বইয়ে জিও ওয়ার্ল্ড প্লাজার গ্র্যান্ড ওপেনিংয়ে সৌন্দর্যে সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন রাধিকা মার্চেন্ট। হবু বর অনন্ত আম্বানির সঙ্গেই ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। দু’জনে ট্যুইনিং করেছিলেন। রাধিকা বেছে নিয়েছিলেন একটি দুর্দান্ত মিনি ব্ল্যাক ড্রেস। আর সেই ড্রেসের বিশেষত্ব ছিল- ভেলভেট বডিস এবং স্যাটিন রাফল হেম। রাধিকার স্লিভলেস ড্রেসটির গভীর নেকলাইন এবং এম্বেলিশড বো-ও নজর কেড়েছিল। এই ড্রেসের সঙ্গে রাধিকা বেছে নিয়েছিলেন ছিমছাম অথচ নজরকাড়া গহনা। উঁচু করে বাঁধা পরিপাটি খোঁপার সঙ্গে একটি সুন্দর হেডব্যান্ড বেঁধে চুলের সাজ সম্পূর্ণ করেছিলেন আম্বানি পরিবারের হবু বউ। সেই সঙ্গে ব্রেসলেট, স্টেটমেন্ট রিং এবং ইয়ার রিংস পরেছিলেন রাধিকা। নিজের সাজ সম্পূর্ণ করতে রাধিকা পায়ে গলিয়ে নিয়েছিলেন স্ট্র্যাপি সিলভার হিলস এবং আর নিয়েছিলেন মেশ নেট মিনি ব্যাগ। চোখ ফেরানো যাচ্ছিল না অনন্তের দিক থেকেও। হবু বউয়ের সঙ্গে তাল মিলিয়ে তিনি বেছে নিয়েছিলেন কালো ঐতিহ্যবাহী পোশাক – একটি বন্ধগলা জ্যাকেট। দুর্দান্ত একটি ব্রোচ লাগিয়ে নিজের সাজ সম্পূর্ণ করেছিলেন অনন্ত।
নিজেদের বাগদান অনুষ্ঠান:
গত ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখে বাগদান সম্পন্ন হয়েছে এই জুটির। রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে ঘরোয়া ভাবেই সম্পন্ন হয়েছিল বাগদান। সেই অনুষ্ঠানের জন্য রাধিকা বেছে নিয়েছিলেন গোলাপি রঙের সুন্দর একটি স্যুট। কুর্তার ধার বরাবর ফুটে উঠেছিল সূক্ষ্ম গোত্তা পাত্তি কাজ। আর তাঁর দোপাট্টা বা ওড়নায় ফুটে উঠেছিল স্ক্যালপ বর্ডার। ফ্লোরাল হাত ফুলের মাধ্যমে নিজের সাজ সম্পূর্ণ করেছিলেন তিনি। আর অনুষ্ঠানের জন্য অনন্তের বেছে নেওয়া কুর্তায় ফুটে উঠেছিল পার্পল রঙের ছোঁয়া।
ইশা আম্বানি এবং আনন্দ পিরামলের বাগদান অনুষ্ঠান:
২০১৮ সালে ইতালিতে বাগদান সম্পন্ন হয়েছিল আনন্দ পিরামল এবং ইশা আম্বানির। সেই অনুষ্ঠান নেটিজেনদের নজর কেড়েছিল। তবে একটি অদেখা ছবি আচমকাই ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। সেখানেই ধরা পড়ে মিষ্টি জুটি রাধিকা-অনন্তের উপস্থিতি। হবু ননদের বাগদান অনুষ্ঠানের জন্য রাধিকা বেছে নিয়েছিলেন উজ্জ্বল লাল রঙের দুর্ধর্ষ একটা গাউন। আর অনন্ত পরেছিলেন কালো রঙা টাক্সিডো। ছবিতে দু’জনকে দেখে মনে হচ্ছে যেন কোনও রূপকথার পাতা থেকে উঠে আসা রাজকন্যা আর রাজপুত্র!
ক্যান্ডিড মুহূর্ত:
রাধিকা আর অনন্তের পুরনো একটি ছবি ভাইরাল হয়েছিল। বেশ ক্যান্ডিড মুহূর্তেরই ছবি! একেবারে ক্যাজুয়াল বেশে ধরা দিয়েছিলেন তাঁরা। রাধিকাকে দেখা গিয়েছিল নীল রঙা রিপড ডেনিম জিন্স আর সাদা টি-শার্টে। আর অনন্ত পরেছিলেন কালো শার্ট। অনন্তকে জড়িয়ে ধরে ক্যামেরার দিকে মিষ্টি হাসি ছুড়ে দিতে দেখা গিয়েছে রাধিকাকে।
আকাশ-শ্লোকার বিয়ের রিসেপশন:
অনন্তের দাদা আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতার বিয়ের রিসেপশনে একসঙ্গে ধরা দিয়েছিলেন রাধিকা-অনন্ত। রাধিকার সাদা লেহঙ্গার উপর ফুটে উঠেছিল গোলাপ ফুলের মোটিফ। ঘেরওয়ালা ওই লেহঙ্গা নজর কেড়েছে। খোলা চুল আর শিয়ার দোপাট্টায় অসাধারণ দেখাচ্ছিল রাধিকাকে। সেই সঙ্গে নজর কেড়েছিল তাঁর হিরে এবং পান্না খচিত নেকলেস। শোনা যায়, ওই নেকলেসটি আসলে ইশা আম্বানির। আর ওই অনুষ্ঠানের জন্য অনন্ত বেছে নিয়েছিলেন নীল রঙা কুর্তা-পাজামা। স্টাইলিশ অবতারে অবতীর্ণ হয়েছিলেন আম্বানি পরিবারের ছোট সন্তান।
সিক্যুইন প্রেম:
আরমান জৈন এবং অনিসা মালহোত্রার রিসেপশনে হাজির ছিলেন আম্বানি পরিবারের সদস্যরা। নীতা এবং মুকেশের সঙ্গে দেখা গিয়েছিল ছোট ছেলে অনন্ত এবং হবু বউমা রাধিকাকে। অনুষ্ঠানের জন্য তিনি বেছে নিয়েছিলেন একটি সূক্ষ্ম সিক্যুইন ডিটেলিং-সহ পেল শিয়ার ড্রেপ। আর শাড়ির বর্ডার জুড়ে ফুটে উঠেছিল ভারি ফ্লোরাল কাজ। ম্যাচিং ব্লাউজ, সুন্দর হিরের নেকলেস এবং মানানসই ইয়ার রিংসে গ্ল্যামারাস দেখাচ্ছিল তাঁকে। আবার ওই অনুষ্ঠানের জন্য অনন্ত বেছে নিয়েছিলেন সিক্যুইন কাজের একটি মেরুন রঙা শেরওয়ানি।
আকাশ-শ্লোকার বিবাহ:
পরিবারের বড় ছেলে আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতার বিয়ের অনুষ্ঠানে অপূর্ব দেখাচ্ছিল রাধিকাকে। উজ্জ্বল কমলা লেহঙ্গা, সূক্ষ্ম কাজের গয়না এবং ছিমছাম মেক-আপে নজর কেড়েছিলেন তিনি। রাধিকার রঙিন ওই লেহঙ্গা জুড়ে ফুটে উঠেছিল হাতি এবং ফ্লোরাল মোটিফ। সঙ্গে বেছে নিয়েছিলেন গোল্ড পোলকা-ডটেড চোলি এবং মানানসই দোপাট্টা। হিরের নেকলেস এবং কানের দুলে গ্ল্যামার ছড়িয়ে দিয়েছিলেন রাধিকা। আর অনন্ত বেছে নিয়েছিলেন গোলাপি রঙের কুর্তা-পাজামা। উপরে চাপিয়ে নিয়েছিলেন হালকা গোলাপি নেহরু জ্যাকেট।
কালোয় ট্যুইনিং:
নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে হাতে হাত রেখে উপস্থিত হয়েছিলেন অনন্ত-রাধিকা। ওই অনুষ্ঠানের জন্য পরিবারের ছোট হবু বউমা বেছে নিয়েছিলেন লেস ডিটেলিং-সহ ইন্দো-ওয়েস্টার্ন স্টাইলের একটি কালো শাড়ি। প্রেমিকার সঙ্গে তাল মিলিয়ে অনন্তও বেছে নিয়েছিলেন মানানসই কালো পোশাক। বলাই বাহুল্য যে, দুর্দান্ত দেখাচ্ছিল আম্বানি পরিবারের ওই মিষ্টি জুটিকে।