না, তার জন্য কোনও আক্ষেপ নেই নিতুর৷ কান্নাকাটিও করছেন না, ৫টি ভোট পাওয়ায়৷ তিনি কাঁদছেন, অন্য কারণে৷ জল গড়িয়ে যাওয়া চোখ মুছতে মুছতে সাংবাদিকদের জানালেন৷ আসলে নিতুর পরিবারে সদস্যসংখ্যা ৯৷ তিনি পেয়েচেন ৫টি ভোট৷ কাঁদতে কাঁদতে নিতু বললেন, 'খারাপ লাগছে, আমার পরিবারের লোকরাই সবাই মিলে আমায় ভোট দিল না৷ আমার পরিবারই আমার পাশে নেই, বোঝা গেল৷'
advertisement
পরিবারকে দোষারোপের পাশাপাশি ইভিএম কারচুপিরও অভিযোগ তুলেছেন তিনি৷ তাঁর দাবি, পরিবারের লোক বিশ্বাসঘাতকতা না-করলে ও ইভিএম কারচুপি না-হলে, তিনি আরও অনেক ভোট পেতেন৷ তাঁর কথায়, 'যখন আপনার পরিবারই আপনার পাশে না-থাকে, তা হলে বাইরের লোককে পাশে পাওয়ার আশা কী করে করব?'
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2019 10:43 AM IST