TRENDING:

অমৃতসরের দুর্ঘটনার তদন্তের আগেই রেলের ‘রায়’, কর্মীদের ক্লিনচিট রেলওয়ে বোর্ডের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অমৃতসর: তদন্তের আগেই রায় শুনিয়ে দিল রেল। অমৃতসরের জোড়াফটকের কাছে ট্রেনে পিষ্ট হওয়ার ঘটনায় কোনও তদন্ত হবে না বলে সিদ্ধান্ত রেলমন্ত্রকের। এরই মধ্যে ক্ষোভে উত্তাল অমৃতসর। জোড়াফটকে রবিবার রাবণ দহন অনুষ্ঠানের আয়োজকদের বাড়ি ও অফিসে হামলা চালায় বিক্ষোভকারীরা।
advertisement

দশমীর সন্ধেয় জোড়া ফটকের কাছে ট্রেন দুর্ঘটনার সময় ঠিক কী ঘটেছিল ? আদৌ কী কোনওদিন সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে ? অমৃতসর ট্রেন দুর্ঘটনায় তদন্তের আগেই যে নিজেদের ক্লিনচিট রেলের।

আগে থেকে রেলকে জানানো হয়নি - শুধু এই অজুহাতেই কী এভাবে হাত ধুয়ে ফেলা সম্ভব ? বিশেষত দুর্ঘটনার পরই যেখানে ট্রেনের চালক ও স্টেশন মাস্টারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁদের বাঁচাতে এদিন ডিএমইউ চালকের বিবৃতি প্রকাশ করেছে রেল। তাতে বলা হয়েছে, ‘‘ খুব সামনে এসে রেললাইনের ওপর লোক দেখতে পাই। এমার্জেন্সি ব্রেক কষলেও ট্রেনের সামনে চলে আসেন মানুষ। তাঁরা পাথর ছুঁড়ে ট্রেন থামানোর চেষ্টা করছিলেন। ট্রেনের যাত্রীদের নিরাপত্তায় ট্রেন থামানো সম্ভব ছিল না।’’

advertisement

আরও একধাপ এগিয়ে দুর্ঘটনার রাতের ঘটনায় এফআইআরও দায়ের করেছে রেল। ঘটনার পর তিনদিন কেটে গেলেও মৃতদের শনাক্ত করণের কাজ শেষ হয়নি। পরিস্থিতি সামলাতে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ চরমে। এরই জেরেই রবিবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে অমৃতসর। রাবণ দহনের আয়োজকদের বাড়িতে হামলা চলে। বাড়ি ও গাড়িতে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।

advertisement

কার দোষে এতবড় দুর্ঘটনা ? রেল হাত গুটিয়ে নেওয়ায় কোনওদিনই সম্ভবত সত্যিটা প্রকাশ পাবে কী ?

বাংলা খবর/ খবর/দেশ/
অমৃতসরের দুর্ঘটনার তদন্তের আগেই রেলের ‘রায়’, কর্মীদের ক্লিনচিট রেলওয়ে বোর্ডের