TRENDING:

Amrit Bharat Scheme: অমৃত ভারত প্রকল্পের অধীনে একাধিক স্টেশন পরিকাঠামোর উদ্বোধন আজ প্রধানমন্ত্রী মোদির

Last Updated:

* রেল স্টেশনের চেহারা হবে পুরোপুরি বিমানবন্দরের ধাঁচে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আজ, বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০৩টি অমৃত রেলওয়ে স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৬টি জেলায় অবস্থিত এই স্টেশনগুলি ১,১০০ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি করা হয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে আঞ্চলিক স্থাপত্য প্রতিফলিত করে এবং যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য ডিজাইন করা আধুনিক সুযোগ-সুবিধা সহ ১,৩০০ টিরও বেশি স্টেশন পুনর্নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন রেল মন্ত্রকের মুখপাত্র।
* অমৃত ভারত প্রকল্পের অধীনে আজ একাধিক স্টেশন পরিকাঠামো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 
* অমৃত ভারত প্রকল্পের অধীনে আজ একাধিক স্টেশন পরিকাঠামো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 
advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজস্থানেত বিকানেরে দেশনোকে রেল স্টেশনের উদ্বোধন করবেন, যা ABSS-এর অধীনে পুনর্নির্মিত এবং স্টেশন থেকে বিকানের-মুম্বাই এক্সপ্রেস ট্রেন পরিষেবা (২১৯০৩) চালু করবেন। স্টেশনটি এখানে করণী মাতা মন্দিরে আসা তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য বিশেষ কার্যকরী ভূমিকা নেবে বলেই বিশ্বাস। শুধু তাই নয় এই স্টেশনটির এনির্মাণকাজ মন্দির স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত, যার একটি খিলান এবং স্তম্ভের আদলের থিমে তৈরি।

advertisement

আরও পড়ুন: ৫০ টাকায় মেলে ১ কেজি…! জালে উঠলেই ‘জাদুকাঠি’, ক্যালসিয়ামের খনি এই ‘মাছ’, বাকি ‘গুণ’ শুনলে এখনই ছুটবেন বাজার!

অন্যদিকে তেলঙ্গানার বেগমপেট স্টেশনটি কাকাতীয় সাম্রাজ্যের স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত। বিহারের থাওয়ে স্টেশনে বিভিন্ন ম্যুরাল এবং শিল্পকর্ম রয়েছে যা এখানকার মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা থাওয়েওয়ালির প্রতিনিধিত্ব করে, যা শক্তিপীঠ নামে পরিচিত ৫২টি স্থানের মধ্যে একটি এবং মধুবনী চিত্রকলা চিত্রিত করে।

advertisement

আরও পড়ুন: ‘অড়হর’, ‘ছোলা’, ‘মুগ’, ‘মুসুর’ না ‘বিউলি’…? ৫ ‘ডালের’ মধ্যে সবচেয়ে সেরা কোনটি? উত্তর বলে দিলেন বিশেষজ্ঞ

রেলপথ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ভারত জুড়ে পুনর্নির্মিত অমৃত স্টেশনগুলি আধুনিক পরিকাঠামোকে সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি যাত্রী-কেন্দ্রিক সুযোগ-সুবিধার সঙ্গে মিলিয়ে দিয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Amrit Bharat Scheme: অমৃত ভারত প্রকল্পের অধীনে একাধিক স্টেশন পরিকাঠামোর উদ্বোধন আজ প্রধানমন্ত্রী মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল