TRENDING:

Amrinder Singh to form new party| জল্পনার অবসান, নতুন দল গড়ছেন অমরিন্দর! ভোটের আগেই জোট বিজেপির সঙ্গে?

Last Updated:

ভোটের লড়াইয়ে কংগ্রেসকে বেকায়দায় ফেলতে, অস্তিত্ব রক্ষার্থে প্রয়োজনে তিনি বিজেপি এবং আকালি দলের সঙ্গে গাঁটছড়া বাঁধতেও তৈরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অমিত শাহের সঙ্গে তিনি সাক্ষাৎ করার পর থেকেই জল্পনাটা রাজনৈতিক মহলে ছিল। অবশেষে নীরবতা ভাঙলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। জানিয়ে দিলেন তাঁর নতুন ইনিংসের কথা। বিজেপিতে যাচ্ছেন না অমরিন্দর সিং। তবে পাঞ্জাব বিধানসভা ভোটের আগেই নিজের দল গড়তে চলেছেন অমরিন্দর। আর ভোটের লড়াইয়ে কংগ্রেসকে বেকায়দায় ফেলতে, অস্তিত্ব রক্ষার্থে প্রয়োজনে তিনি বিজেপি এবং আকালি দলের সঙ্গে গাঁটছড়া বাঁধতেও তৈরি।
নতুন দল গড়তে চলেছেন অমরিন্দর সিং।
নতুন দল গড়তে চলেছেন অমরিন্দর সিং।
advertisement

এদিন অমরিন্দর সিংয়ের সংবাদমাধ্যম উপদেষ্টা রবীন থুকরাল অমরিন্দর সিংকে উদ্ধৃত করে বলেন, "আমি শিগগির নিজের রাজনৈতিক দল তৈরি করতে চাইছি পাঞ্জাব এবং সেখানকার মানুষের জন্য। পাঞ্জাবের সেইসব চাষিরা যারা বহু দিন ধরে লড়াই করে চলেছে তাদের জন্য এই দল গড়ে তুলব।"

আরও পড়ুন-কথা রাখলেন বাবুল সুপ্রিয়, সাংসদ পদে ইস্তফা দিয়ে যা লিখলেন, বড় জল্পনা শুরু!

কিন্তু পঞ্জাবের কৃষকদের লড়াই কেন্দ্রের সঙ্গে! সেই শাসক দলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কী ভাবে কৃষক সমস্যার সমাধান হবে? কী ভাবেই বা কৃষকদের পক্ষ নেবেন অমরিন্দর?  অন্য এক ট্যুইটে অমরিন্দরকে উদ্ধৃত করে থুকরাল লেখেন, "২০২২ পাঞ্জাব বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোট করলে কৃষক সমস্যার চিরস্থায়ী সমাধান হবে। শুধু বিজেপি নয় আমি চাইছি আকালি ও অন্যান্য সমমনস্ক দল এই জোটে থাকুক।"

advertisement

advertisement

চার দশকের বেশি সময় অমৃত এবং কংগ্রেসের সুসম্পর্ক ছিল। সেপ্টেম্বর মাসে অমরিন্দর কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নভজ্যোত সিং সিধুর সঙ্গে দীর্ঘ তিক্ততার অবসান ঘটিয়ে। সে সময়ে তিনি বলেন, "কংগ্রেসে থাকতে তাকে বহু আক্রমণ সহ্য করতে হয়েছে।" এরপরে তিনি কি পদক্ষেপ নিতে চলেছেন তাই নিয়ে বিস্তর জল্পনা ছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে তিনি যে যুদ্ধ থেকে অবসর নিচ্ছেন না তা বুঝিয়ে দিতে বলেছিলেন, "তুমি ৪০ বছর বয়সের বৃদ্ধ হতে পারো, ৮০ বছর বয়সে তরুণ থাকতে পারো।" এরপর অমিত শাহের সঙ্গে কার দেখা করা নিয়ে আরও এক ধাপ জল্পনা চাউর হয়। অনেকে মনে করেছিলেন বিজেপিতে যোগ দিতে পারেন আমরিন্দর। সে জল্পনায় আপাতত তিনি জল ঢাললেন।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Amrinder Singh to form new party| জল্পনার অবসান, নতুন দল গড়ছেন অমরিন্দর! ভোটের আগেই জোট বিজেপির সঙ্গে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল