এদিন অমরিন্দর সিংয়ের সংবাদমাধ্যম উপদেষ্টা রবীন থুকরাল অমরিন্দর সিংকে উদ্ধৃত করে বলেন, "আমি শিগগির নিজের রাজনৈতিক দল তৈরি করতে চাইছি পাঞ্জাব এবং সেখানকার মানুষের জন্য। পাঞ্জাবের সেইসব চাষিরা যারা বহু দিন ধরে লড়াই করে চলেছে তাদের জন্য এই দল গড়ে তুলব।"
আরও পড়ুন-কথা রাখলেন বাবুল সুপ্রিয়, সাংসদ পদে ইস্তফা দিয়ে যা লিখলেন, বড় জল্পনা শুরু!
কিন্তু পঞ্জাবের কৃষকদের লড়াই কেন্দ্রের সঙ্গে! সেই শাসক দলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কী ভাবে কৃষক সমস্যার সমাধান হবে? কী ভাবেই বা কৃষকদের পক্ষ নেবেন অমরিন্দর? অন্য এক ট্যুইটে অমরিন্দরকে উদ্ধৃত করে থুকরাল লেখেন, "২০২২ পাঞ্জাব বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোট করলে কৃষক সমস্যার চিরস্থায়ী সমাধান হবে। শুধু বিজেপি নয় আমি চাইছি আকালি ও অন্যান্য সমমনস্ক দল এই জোটে থাকুক।"
চার দশকের বেশি সময় অমৃত এবং কংগ্রেসের সুসম্পর্ক ছিল। সেপ্টেম্বর মাসে অমরিন্দর কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নভজ্যোত সিং সিধুর সঙ্গে দীর্ঘ তিক্ততার অবসান ঘটিয়ে। সে সময়ে তিনি বলেন, "কংগ্রেসে থাকতে তাকে বহু আক্রমণ সহ্য করতে হয়েছে।" এরপরে তিনি কি পদক্ষেপ নিতে চলেছেন তাই নিয়ে বিস্তর জল্পনা ছিল।
তবে তিনি যে যুদ্ধ থেকে অবসর নিচ্ছেন না তা বুঝিয়ে দিতে বলেছিলেন, "তুমি ৪০ বছর বয়সের বৃদ্ধ হতে পারো, ৮০ বছর বয়সে তরুণ থাকতে পারো।" এরপর অমিত শাহের সঙ্গে কার দেখা করা নিয়ে আরও এক ধাপ জল্পনা চাউর হয়। অনেকে মনে করেছিলেন বিজেপিতে যোগ দিতে পারেন আমরিন্দর। সে জল্পনায় আপাতত তিনি জল ঢাললেন।