TRENDING:

লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যত্‍ সঙ্কটে, এনআরসি নিয়ে উদ্বিগ্ন মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি

Last Updated:

অ্যামনেস্টি ইন্ডিয়া একটি সাংবাদিক বিবৃতিতে জানিয়েছে, এতগুলি বিদেশি ট্রাইবুনাল চালু হলেও, এতে আদপে কতটা উপকৃত হবে অসমের মানুষ তা নিয়ে সংশয় রয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অসমে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য অনিশ্চয়তার মুখে পড়ে গেল৷ জাতীয় নাগরিক পঞ্জীর (এনআরসি) চূড়ান্ত তালিকাকে এ ভাবেই সমালোচনা করল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ এনআরসি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করল অ্যামনেস্টি ইন্ডিয়া৷
advertisement

অ্যামনেস্টি ইন্ডিয়া একটি সাংবাদিক বিবৃতিতে জানিয়েছে, এতগুলি বিদেশি ট্রাইবুনাল চালু হলেও, এতে আদপে কতটা উপকৃত হবে অসমের মানুষ তা নিয়ে সংশয় রয়েছে৷ একই সঙ্গে অসম সরকারকে জোরাল আবেদন জানিয়ে মানবাধিকার সংগঠনটির বক্তব্য, ফরেনার্স ট্রাইবুনালগুলি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভাবে কাজ করবে ও মানুষ ন্যায় পাবেন, সে বিষয়ে অসম সরকারকে নিশ্চিত করতে হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অ্যামনেস্টি ইন্ডিয়ার প্রধান আকর প্যাটেলের কথায়, 'বিদেশি ট্রাইবুনালের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে৷ তাই নাগরিকত্ব প্রমাণে কোনও ব্যক্তি সত্যিই ন্যায় বিচার পাবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে৷ ভারত সরকার যে ভাবে এনআরসি চালু করল, ঠিক সে ভাবেই যদি কেউ অন্যায় ভাবে এনআরসি তালিকায় বাদ পড়ে, তাঁকে ন্যায় বিচারের ব্যবস্থা করার দায়ও কেন্দ্রের৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যত্‍ সঙ্কটে, এনআরসি নিয়ে উদ্বিগ্ন মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি