TRENDING:

#AmitShahToNews18: মহারাষ্ট্রের নির্বাচনে ‘নরেন্দ্র-দেবেন্দ্র’ জুটিই তুরুপের তাস: অমিত শাহ

Last Updated:

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে দারুণ ফল করবে বিজেপি ৷ News18 Network-এর গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল যোশীকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে দারুণ ফল করবে বিজেপি ৷ News18 Network-এর গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল যোশীকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ মহারাষ্ট্রে বিজেপি কেমন ফল করবে তা নিয়ে আলোচনায় এদিন অমিত শাহ জানান, বিজেপি-শিবসেনা জোট এবার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে সফল হবে ৷ মোট কত আসন বিজেপি পেতে পারে এই নির্বাচনে ৷ এই প্রশ্নের উত্তরে অবশ্য অমিত শাহ জানান, কোনও সংখ্যা বলাটা হয়তো এখনই ঠিক হবে না ৷ কিন্তু এবারের মহারাষ্ট্র নির্বাচনে যে গতবারের চেয়েও ভাল ফল করবে বিজেপি, সে বিষয় কোনও সন্দেহ নেই ৷
advertisement

তবে এই প্রসঙ্গে অমিত শাহ জানান, ‘মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে দেবেন্দ্র ফদনবিস ও নরেন্দ্র মোদির জুটিই আসলে তুরুপের তাস ৷ এই জুটি মানেই উন্নয়ন৷ যা কিনা বার বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর বক্তব্যে তুলে ধরেছেন ৷ মানুষের পাশে দাঁড়িয়ে মহারাষ্ট্রের উন্নয়নকেই একমাত্র পাখির চোখ হিসেবে দেখছে বিজেপি এক্ষেত্রে ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই প্রসঙ্গে অমিত শাহ আরও জানান, ‘পূর্বতন সরকার মহারাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য পাঁচ বছরে ১.২২ লক্ষ কোটি টাকা প্রদান করেছিল ৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদি প্রায় তিনগুণ অর্থাৎ ৪.৭৮ লক্ষ কোটি টাকা আগামী ২০ বছরের জন্য সার্বিক উন্নয়নে কাজে লাগাতে চায় ৷ তবে শুধু সার্বিক উন্নয়নই নয়, অতীতে যেভাবে মহারাষ্ট্রের রাজনীতিতে দুর্নীতি ঢুকেছিল ৷ তা দূর করাই প্রধান লক্ষ্য মোদি সরকারের ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
#AmitShahToNews18: মহারাষ্ট্রের নির্বাচনে ‘নরেন্দ্র-দেবেন্দ্র’ জুটিই তুরুপের তাস: অমিত শাহ