দক্ষিণ-পূর্বে বিজেপির সাফল্যের হার
দ্বিতীয়বারের মতো বিজেপির দেশ শাসন যেন গোটা দেশে গেরুয়া ঝড়কে আরও বেশি দীর্ঘস্থায়ী করে তুলেছে ৷ তবে দেশের পূর্ব ও দক্ষিণে রাজনীতির লড়াইটা বিজেপির কাছে বরাবরই একটু কঠিন ৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ‘গোটা দেশের মধ্যে বিজেপির সাফল্যের হারের চিত্র পূর্ব ও দক্ষিণে একটু অন্যরকমের ৷ তবে গোটা দেশেই বিজেপির ধীরে ধীরে ভালো ফল করে এগিয়ে যাচ্ছে ৷’
advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
News18-কে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ জানান, ২০২১ সালে বাংলায় হওয়া বিধানসভা নির্বাচনে আশা করছি বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে ৷ সঙ্গে তিনি আরও বলেন মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট করছে বিজেপি ৷ তবুও আমরা বেশি সংখ্যা গরিষ্ঠতাই পাব বলে আশা রাখছি ৷
কাশ্মীর প্রসঙ্গ
কাশ্মীর প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে অমিত শাহ জানান, কাশ্মীরের ভবিষ্যতের ছক আমাদের একেবারে তৈরি ৷ উপযুক্ত আমলাদের নিয়ে আমরা এক টিম তৈরি করেছি ৷ যারা কাশ্মীরের আগামী ১৫ বছরের ব্লু প্রিন্ট তৈরি করেছে ৷
রাজনীতি বা ধর্মের রং লাগিয়ে গোটা দেশে যেভাবে ব্যক্তিগত আক্রমণ বা গণধোলাইয়ের ঘটনা বেড়েই চলেছে, সেই প্রসঙ্গে অমিত শাহ জানান, ‘এরকম ধরনের ঘটনা আগেও ঘটেছে ৷ জোর করে এই ঘটনাকে রাজনীতির রং না লাগানো ভালো ৷ আমার মনে হয় এটি একেবারে সামাজিক ইস্যু ৷’
ভাষার রাজনীতি
গোটা দেশে হিন্দি ভাষাকে গুরুত্ব দেওয়া হোক ৷ সম্প্রতি হিন্দি ভাষা নিয়ে চলা অমিত শাহের বক্তব্য ও তার থেকে ওঠা বিতর্ক নিয়ে বলতে গিয়ে অমিত শাহ স্পষ্ট জানান, ‘আমার বক্তব্যকে ভুলভাবে ধরা হয়েছে ৷ আমি ইংরেজির বদলে হিন্দি ভাষার ব্যবহারের কথা বলেছি ৷ ঠিক যেমনটা আঞ্চলিক ভাষার ক্ষেত্রেও প্রাধান্য পাবে ৷ দেশের প্রত্যেকটি আঞ্চলিক ভাষার গুরুত্বকেই আমি বোঝাতে চেয়েছিলাম ৷’
এনআরসি প্রসঙ্গ
দেশে রাজনীতি এনআরসি প্রসঙ্গ নিয়ে সরগরম ৷ আর এনআরসি প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে অমিত শাহ জানান, ‘এনআরসি বিষয়টি এখন গোটাটাই আইন ও আদালতের একতিয়ারে ৷ তবে কেউ যদি বাইরে থেকে এসে দেশের আভ্যন্তরীণ শান্তি নষ্ট করে তাহলে তাঁকে কখনই রিফিউজি ধরা যাবে না ৷ ’
রাম মন্দির প্রসঙ্গ
সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাবো ৷