নাগরিকত্ব আইন নিয়ে মমতা, রাহুল কেজরিওয়ালের বিরুদ্ধে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ জনসভায় মমতা-রাহুলকে খোলা চ্যালেঞ্জ অমিত শাহের, ‘মমতা আমার সঙ্গে বসুন ৷ আমি বোঝাব CAA কী ৷ রাহুলের সঙ্গেও কথা বলতে রাজি ৷ যে কোনও জায়গায় বিতর্কে রাজি ৷’ তাঁর অভিযোগ, ‘CAA হিংসায় বিরোধীদের ইন্ধন রয়েছে ৷ মোদি CAA আইন এনেছেন ৷ তাঁর বিরোধিতায় মমতা, কেজরিওয়াল, রাহুল, মায়াবতীরা বিভ্রান্তি ছড়াচ্ছেন ৷ তারা এই ভোট ব্যাঙ্কের রাজনীতিতেই আটকে রয়েছেন ৷ এই আইনের প্রয়োজনীয়তা বুঝছেন না ৷’
advertisement
এখানেই শেষ নয়, বিরোধীদের উদ্দেশ্যে অমিত শাহের তোপ, ‘পাকিস্তানে বহু সংঘ্যালঘুকে হত্যা করা হচ্ছে ৷ সংখ্যালঘু হত্যায় বিরোধীরা কোথায় ৷ ভোটব্যাঙ্কের জন্য অন্ধ বিরোধীরা ৷ দলিত বাঙালির নাগরিকত্বে বিরোধিতা করছেন মমতা ৷ বিরোধিতা করাই বিরোধীদের অভ্যাস ৷ ৩৭০ বাতিল হজম হয়নি ৷ ভারতকে টুকরো করার আওয়াজ উঠছে ৷ অখিলেশ-লালু বিজেপি বিরোধিতা করুন ৷’ শুধু বিরোধীরাই নয়, আন্দোলনকারীদের উদ্দেশ্যে অমিত শাহের হুঁশিয়ারি, ‘ভারত বিরোধিতা করবেন না ৷ দেশবিরোধী কথা বললেই জেল ৷’
নাগরিকত্ব আইনের সভামঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর খোলা চ্যালেঞ্জ, ‘মমতা আমার সঙ্গে বসুন ৷ আমি বোঝাব CAA কী ৷ রাহুলের সঙ্গেও কথা বলতে রাজি ৷ বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে ৷যে কোনও জায়গায় বিতর্কে রাজি ৷’
নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদে সোচ্চার গোটা দেশ ৷ দিল্লির শাহিনবাগ থেকে কলকাতার পার্কসার্কাস প্রতিবাদের আগুন জ্বলছে ভারতের বিভিন্ন প্রান্তেই ৷ দক্ষিণ থেকে উত্তর-পূর্ব ভারত আন্দোলনের আঁচ স্তিমিত হওয়ার নামই নিচ্ছে না ৷ মাস খানেকেরও বেশি সময় ধরে চলতে থাকা বিক্ষোভ আন্দোলনেও মনোভাব বদলাচ্ছে না কেন্দ্র ৷ লখনউয়ের দাঁড়িয়ে আরও একবার আন্দোলনকারীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হুঁশিয়ারি, ‘যত খুশি আন্দোলন করুন CAA থেকে এক পাও পিছোব না’৷