হোক না তিনি অমিত শাহ। বিজেপি সর্বভারতীয় সভাপতির গলা শুনলে অনেক নেতা মন্ত্রীই কাঁপেন। তবে একি!! খুদে এই দস্যির কোন ভয়ডর নেই ?? ভাবটা এমন, সে তুমি যতই রং-টং চাপাও, ফুল টুল আঁকো। নিজের বাহারি ফুলদার টুপি মোটেই ছাড়ছি না ছাড়ব না...
নিজের টুপি ফেরত পেয়েও যাচাই করে নিতে ভুলল না একরত্তি। যেন, যতই ছোট ভাব, বোকা বানানো কিন্তু সহজ না.......
advertisement
তখনও গান্ধিনগরের প্রার্থী অমিত শাহ আহমেদাবাদে মনোনয়ন জমা করতে যাননি। তার আগে এক সভায় গিয়েছিলেন তিনি। সেখানে মঞ্চে ওঠার আগে শাহ অপেক্ষা করছিলেন বিশেষ অতিথির। খানিকপর সে এল বটে। বিশেষ অতিথি আর কেউ না...নাতনি বলে কথা। দাদু এরপর ভালবেসে বিজেপি টুপি পরাতে গেলেই নাতনি জানিয়ে দিল এ টুপি না পসন্দ।
নাহ.. শৈশবের কাছে শেষমেশ হেরে গেলেন দাপুটে নেতাও। ভারী রাজনীতি না বুঝেও অমিতবিক্রমে নাতনি বুঝিয়ে দিল, রং বাছুন পছন্দমত। সে যতই আপনার লোক হোক না কেন।