TRENDING:

ফেডারেল ফ্রন্ট নিয়ে মমতাকে খোঁচা অমিত শাহের

Last Updated:

সদ্য পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ্যে এসেছে ৷ তাতেই বাংলাজুড়ে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের ৷ ব্যালট বক্সে বিরোধী দলগুলির প্রাপ্ত ভোটের সংখ্যা টিমটিম করছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সদ্য পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ্যে এসেছে ৷ তাতেই বাংলাজুড়ে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের ৷ ব্যালট বক্সে বিরোধী দলগুলির প্রাপ্ত ভোটের সংখ্যা টিমটিম করছে ৷ তবে, এর মধ্যেই বাম এবং কংগ্রেসকে টেক্কা দিয়ে বাংলার দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে বিজেপি ৷ ব্যালট বক্সে ভোটসংখ্যার ফারাকটা কয়েক যোজন হলেও এই ভোটসংখ্যাতেই সন্তুষ্ট বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা দুঁদে রাজনীতিবিদ অমিত শাহ ৷ এই প্রাপ্ত ভোট নিয়েই বাংলা দখল করার স্বপ্নও দেখতে শুরু করে দিলেন তিনি ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্ট গঠনের পরিকল্পনাকেও খোঁচা দিলেন অমিত শাহ ৷
advertisement

অমিত শাহ জাতীয় রাজনীতিতে আঞ্চলিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ৷ ফেডারেল ফ্রন্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধিকে খোঁচা দিয়ে অমিত বলেন, ‘কর্নাটকের ভোটে মমতা কী করবেন ? বাংলার ভোটে রাহুল গান্ধি কী করবেন ?’

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

২০১৯ সালের লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে ফেডারেল ফ্রন্ট গঠনের পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া ! বিজেপির উত্থানের এই ফর্মুলাতেই বিজেপিকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ২০১৯সালে বিজেপির হার যে নিশ্চিত সেটি আগে থেকেই অনুমান করেন তিনি ৷ তাই আগেভাগেই বিজেপিকে হারাতে আঞ্চলিক শক্তিগুলিকে জোট বাঁধার আহ্বান জানিয়েছিলেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর এই পরিকল্পনাকেই তীব্র কটাক্ষ করলেন অমিত শাহ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ফেডারেল ফ্রন্ট নিয়ে মমতাকে খোঁচা অমিত শাহের