অমিত শাহ জাতীয় রাজনীতিতে আঞ্চলিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ৷ ফেডারেল ফ্রন্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধিকে খোঁচা দিয়ে অমিত বলেন, ‘কর্নাটকের ভোটে মমতা কী করবেন ? বাংলার ভোটে রাহুল গান্ধি কী করবেন ?’
২০১৯ সালের লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে ফেডারেল ফ্রন্ট গঠনের পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া ! বিজেপির উত্থানের এই ফর্মুলাতেই বিজেপিকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ২০১৯সালে বিজেপির হার যে নিশ্চিত সেটি আগে থেকেই অনুমান করেন তিনি ৷ তাই আগেভাগেই বিজেপিকে হারাতে আঞ্চলিক শক্তিগুলিকে জোট বাঁধার আহ্বান জানিয়েছিলেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর এই পরিকল্পনাকেই তীব্র কটাক্ষ করলেন অমিত শাহ ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2018 6:38 PM IST