TRENDING:

'আমার বক্তব্য বিকৃত করে পেশ করা হচ্ছে..., আম্বেদকরকে অসম্মান করেছে কংগ্রেস': অমিত শাহ

Last Updated:

Amit Shah: আম্বেদকর বিতর্কের মধ্যে মুখ খুললেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বুধবারের মন্তব্যের পর বৃহস্পতিবার বিতর্কিত 'আম্বেদকর মন্তব্য' ঘিরে ঝড় ওঠে সংসদে। বেঁধে যায় ধুন্ধুমার। ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডায় কার্যত উত্তাল হয়ে ওঠে বৃহস্পতিবারের অধিবেশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ‘আম্বেদকর’ মন্তব্য বিতর্কের মধ্যে মুখ খুললেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বুধবারের মন্তব্যের পর বৃহস্পতিবার বিতর্কিত ‘আম্বেদকর মন্তব্য’ ঘিরে ঝড় ওঠে সংসদে। বেঁধে যায় ধুন্ধুমার। ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডায় কার্যত উত্তাল হয়ে ওঠে বৃহস্পতিবারের অধিবেশন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
advertisement

এরপরেই অমিত শাহ বিবৃতি দিয়ে জানান, “আমার বক্তব্য বিকৃত করে পেশ করা হচ্ছে। আমি এমন একটি দলকে প্রতিনিধিত্ব করি যে দলে আম্বেদকরকে অসম্মান করার কথা কেউ ভাবতেও পারে না। বাবাসাহেব আম্বেদকরকে অসম্মান করেছে কংগ্রেস। তাকে ভারতরত্ন দেওয়া হয়নি। যেখানে কংগ্রেসের সরকার ছিল সেখানে অম্বেদকারের মূর্তি তৈরি করতে দেওয়া হয়নি। আম্বেদকরের সম্মানে ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যও বিকৃত করে এরা বিতর্ক তৈরির চেষ্টা করেছিল। এবার আমার বক্তব্য বিকৃত করা হচ্ছে।”

advertisement

আরও পড়ুন: আসছে দুর্যোগ..!! ১৭ রাজ্যে হুঁশিয়ারি! ঝোড়ো হাওয়া, মুষলধারায় বৃষ্টি, ‘তীব্র’ শৈত্যপ্রবাহ সতর্কতা, ঘন কুয়াশা কাঁপাবে! কী হবে বাংলায়? জানাল IMD

আরও পড়ুন: ৫ মিনিটে ছাড়ায় বিষধর সাপের ‘বিষ’…! কোন ‘গাছ’ বলুন তো? চমকে দেবে নাম, শিওর!

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এদিকে দিন যুযুধান বিরোধী শাসক দু’পক্ষের ধস্তাধস্তিতে সংসদে পড়ে গিয়ে চোট পান বিজেপির সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গি। তাঁর অভিযোগের আঙুল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির দিকে। অভিযোগ, তিনি সিঁড়িতে দাঁড়িয়েছিলেন। তখন রাহুল গান্ধি নাকি একজন সাংসদকে ধাক্কা মারেন। সেই সাংসদ তাঁর গায়ের উপর পড়লে তিনি পড়ে যান ও মাথা ফেটে যায়। রাহুল গান্ধীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন কিরণ রিজ্জু। লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে পারে বিজেপি। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে অভিযোগ তুলেছেন, তাঁকে সংসদের অন্দরে ধাক্কা মেরেছে বিজেপি!

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'আমার বক্তব্য বিকৃত করে পেশ করা হচ্ছে..., আম্বেদকরকে অসম্মান করেছে কংগ্রেস': অমিত শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল