TRENDING:

#AmitShahToNews18: ‘দিল্লির সরকার নিয়ে লোকের মোহভঙ্গ হয়েছে’, কেজরিওয়াল সরকার নিয়ে শাহের মন্তব্য

Last Updated:

এরপর দিল্লিতে সরকারে বিজেপি ছাড়া আর কোনও বিকল্প হতে পারে না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেজরিওয়াল সরকার নিয়ে রাজধানীর মোহভঙ্গ হয়েছে ৷ আগামী বিধানসভায় দিল্লিতে বিজেপির জয় নিশ্চিত ৷ News18 Network-এর গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া একান্ত আলাপচারিতায় অমিত শাহ (Amit Shah)-এর বক্তব্যে উঠে এল দিল্লি নির্বাচন (Delhi assembly election) নিয়ে গেরুয়া শিবিরের স্ট্র্যাটেজি বদলের ইঙ্গিত ৷
advertisement

News18 Network-এর গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল যোশীকে দেওয়া সাক্ষাৎকারে দিল্লি নির্বাচন নিয়ে প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কেজরিওয়াল সরকার নিয়ে হতাশ দিল্লিবাসী ৷ এরপর দিল্লিতে সরকারে বিজেপি ছাড়া আর কোনও বিকল্প হতে পারে না ৷ কারণ- জনতার সমর্থনে আমরাই একক সংখ্যাগরিষ্ঠ দল ৷ তাই জয়টা শুধু সময়ের অপেক্ষা ৷

advertisement

দিল্লি নির্বাচনে মুখ্যমন্ত্রী পদের জন্য কোনও চেহারাকে সামনে নিয়ে কি লড়তে নামবে বিজেপি? News18 Network-এর গ্রুপ এডিটর-ইন-চিফ-এর প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন, এই নিয়ে আলোচনা করবে দল ৷ তবে গতবারের মতোই এবারও এখনও কোনও নাম চুড়ান্ত হয়নি ৷

মহারাষ্ট্রে বিজেপি কেমন ফল করবে তা নিয়ে আলোচনায় এদিন অমিত শাহ জানান, বিজেপি-শিবসেনা জোট এবার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে সফল হবে ৷ মোট কত আসন বিজেপি পেতে পারে এই নির্বাচনে ৷ এই প্রশ্নের উত্তরে অবশ্য অমিত শাহ জানান, কোনও সংখ্যা বলাটা হয়তো এখনই ঠিক হবে না ৷ কিন্তু এবারের মহারাষ্ট্র নির্বাচনে যে গতবারের চেয়েও ভাল ফল করবে বিজেপি, সে বিষয় কোনও সন্দেহ নেই ৷ ২০১৪ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি এবং শিবসেনা আলাদাভাবে লড়েছিল ৷ ১২২টা আসনে জিততে সফল বিজেপি ৷ এরপর শিবসেনার সঙ্গে জোটে গিয়ে সরকার গড়ে দল ৷

advertisement

বিজেপি এবছর মহারাষ্ট্রে ১৬৪টি আসনে প্রার্থী দিয়েছে ৷ তাহলে সরকার কি একাই গড়তে সফল হবে বিজেপি ? এই প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন, ‘হ্যাঁ কেন নয় ৷ এটা কোনও অসম্ভব কাজ নয় ৷’ অমিতের আরও দাবি, ‘মহারাষ্ট্রের মানুষ বিজেপি পাশেই রয়েছে ৷ গত পাঁচ বছরে বিজেপি-শিবসেনা জোট মিলে এ রাজ্যে অনেক উন্নয়নমূলক কাজই করেছে ৷ মহারাষ্ট্রে বিজেপি-র যাত্রা এখনও পর্যন্ত খুবই ভাল হয়েছে ৷ ২০১৪-তে আমরা একাই লড়ে সবচেয়ে বেশি আসন জিততে সফল হয়েছিলাম ৷ তারপর শিবসেনার সঙ্গে মিলে সরকার গড়েছিলাম ৷ ১৫ বছরের ইউপিএ সরকারের পতন ঘটেছিল ৷ এক সময় এই রাজ্য কৃষি, কো-অপারেটিভ, শিল্প সবক্ষেত্রেই ছিল এক নম্বর ৷ তারপর ক্রমেই অবনতি ঘটতে থাকে ৷ কিন্তু গত পাঁচ বছরে আমরা সরকারে আসার পরেই দারুণ উন্নতি ঘটেছে সবক্ষেত্রেই ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

শাহ এদিন আরও বলেন, ‘দেবেন্দ্র ফডনবীশ এবং নরেন্দ্র মোদির জুটি দুর্দান্ত কাজ করেছে মহারাষ্ট্রে ৷ ‘নরেন্দ্র-দেবেন্দ্র’ ফর্মুলা নিয়ে বিজেপি কর্মীরা মানুষের কাছে পৌঁছেছেন ৷ কাজ করছেন ৷ প্রধানমন্ত্রীও মহারাষ্ট্রে নিজের ভাষণে যা উল্লেখ করেছিলেন ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
#AmitShahToNews18: ‘দিল্লির সরকার নিয়ে লোকের মোহভঙ্গ হয়েছে’, কেজরিওয়াল সরকার নিয়ে শাহের মন্তব্য