এ দিন লোকসভায় বিরোধীদের জবাব দিতে গিয়ে দেশজুড়ে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়ার যৌক্তিকতা এবং ইতিহাস ব্যাখ্যা করতে শুরু করেন অমিত শাহ৷ কটাক্ষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ কেউ ভোট চুরির অভিযোগ করছেন৷ অথচ এখানে এমন অনেকে রয়েছে যাঁরা পারিবারিক ভাবে ভোট চুরি করে এসেছে৷’
তখনই তাঁকে বাধা দিয়ে রাহুল গান্ধি দাবি করেন, ভোট প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে বিভিন্ন তথ্যপ্রমাণ দিয়ে তিনি যে তিনটি সাংবাদিক বৈঠক করেছেন, তা নিয়ে একটি বিতর্কে অংশগ্রহণ করুন অমিত শাহ৷
তখনই ক্ষুব্ধ অমিত শাহ রাহুল গান্ধিকে জবাব দিয়ে বলেন, ‘তিরিশ বছর ধরে আমি বিধানসভা এবং সংসদে প্রতিনিধিত্ব করছি৷ সংসদে কীভাবে বক্তব্য রাখতে হয়, আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে৷ বিরোধী দলনেতা বলছেন আগে আমার প্রশ্নের জবাব দিন৷ আপনার কথা মতো সংসদ চলবে না৷ আমার বক্তব্য কীভাবে এগোবে, সেটা আমি ঠিক করব৷ এভাবে সংসদ চলবে না৷ ওনার উচিত আমার বক্তব্য শোনার ধৈর্য রাখা৷ আমি একে একে সব প্রশ্নের জবাব দেব৷ বক্তব্য যখন আমি রাখছি তখন আমি ঠিক করব কখন কোন প্রশ্নের জবাব দেব৷’
ভোট চুরির অভিযোগ করতে গিয়ে নিজের সাংবাদিক বৈঠকে হাইড্রোজেন বোমা ফাটানোর কথা বলেছিলেন রাহুল গান্ধি৷ এ দিন তা নিয়েও বিরোধী দলনেতাকে খোঁচা দেন শাহ৷ একই সঙ্গে তিনি দাবি করেন, কংগ্রেসের হারের জন্য এসআইআর প্রক্রিয়া দায়ী নয়৷
