TRENDING:

দ্বিতীয়বারের জন্য বিজেপির সভাপতি হলেন অমিত শাহ

Last Updated:

লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য অমিত শাহকে বিজেপিতে চাণক্য হিসেবে প্রতিষ্ঠা দিল। ২০১৪-র ৯ জুলাই অমিত শাহ হয়ে উঠলেন বিজেপির সর্বেসর্বা। ফের একবার তারিই উপর ভরসা রাখলেন বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি ৷ দ্বিতীয়বারের জন্য তাদের সভাপতি পদে বেছে নিল অমিত শাহকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য অমিত শাহকে বিজেপিতে চাণক্য হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল। ২০১৪-র ৯ জুলাই অমিত শাহ হয়ে উঠেন বিজেপির সর্বেসর্বা। ফের একবার তারিই উপর ভরসা রাখলেন বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের জন্য তাদের সভাপতি পদে বেছে নিল অমিত শাহকে। দিল্লির বিজেপির সদর দফতরে বিজেপির সভাপতি হিসেবে অমিত শাহের নাম ঘোষণা করা হয় ৷ অমিত শাহের পুনর্নির্বাচনের খুশিতে মোদির বাসভবনে বিজেপি শীর্ষ নেতৃত্বের জন্য নৈশভোজের আয়োজন করা হয়েছে ৷ এদিন অমিত শাহকে অভিনন্দন জানিয়ে মোদি বলেন, ‘‘অমিতজিকে শুভেচ্ছা ৷ আমি নিশ্চিত দল এবার অন্য উচ্চতায় পৌঁছবে ৷ ’ তবে অমিত-বরণে আদবানি, মুরলীমনোহর জোশী অনুপস্থিতি প্রশ্ন তুলেছে বিভিন্ন মহলে ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

একের পর এক চারটি রাজ্যে বিজেপির বিজয় পতাকা উড়ানোর পর অমিত অনিলচন্দ্র শাহর এবার নতুন লক্ষ্যে। নয়া লক্ষ্যে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদবের মুখোমুখি হবেন। অসম তামিলনাড়ু কেরল পুদুচেরির সঙ্গে পঞ্জাব উত্তরাখণ্ড গোয়া ও মণিপুরেও অমিত শাহকে তাঁর কৌশল প্রয়োগ করতে হবে। এ বছর অমিত শাহের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অসম বিধানসভা নির্বাচন। এ জন্য প্রচারাভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমে প্রচার করে এসেছেন। এ জন্য অসম গণ পরিষদ-সহ একাধিক আঞ্চলিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে। এ বছর পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ের জন্য দেড় বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন অমিত শাহ। দিল্লির অরবিন্দ কেজরিওয়াল ও বিহারে নীতীশ-লালুপ্রসাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী টিপস দিচ্ছেন। তাই অমিত শাহকে সতর্ক থাকতে হবে। যে কোনও মূল্যে তাঁকে বাংলার জনতার মন জয় করতে হবেই।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দ্বিতীয়বারের জন্য বিজেপির সভাপতি হলেন অমিত শাহ