একের পর এক চারটি রাজ্যে বিজেপির বিজয় পতাকা উড়ানোর পর অমিত অনিলচন্দ্র শাহর এবার নতুন লক্ষ্যে। নয়া লক্ষ্যে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদবের মুখোমুখি হবেন। অসম তামিলনাড়ু কেরল পুদুচেরির সঙ্গে পঞ্জাব উত্তরাখণ্ড গোয়া ও মণিপুরেও অমিত শাহকে তাঁর কৌশল প্রয়োগ করতে হবে। এ বছর অমিত শাহের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অসম বিধানসভা নির্বাচন। এ জন্য প্রচারাভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমে প্রচার করে এসেছেন। এ জন্য অসম গণ পরিষদ-সহ একাধিক আঞ্চলিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে। এ বছর পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ের জন্য দেড় বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন অমিত শাহ। দিল্লির অরবিন্দ কেজরিওয়াল ও বিহারে নীতীশ-লালুপ্রসাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী টিপস দিচ্ছেন। তাই অমিত শাহকে সতর্ক থাকতে হবে। যে কোনও মূল্যে তাঁকে বাংলার জনতার মন জয় করতে হবেই।
advertisement