এর পাশাপাশি এদিন জাতির জনক মহাত্মা গান্ধিকে নিয়েও মন্তব্য করেছেন তিনি ৷ বলেছেন মহাত্মা গান্ধি ‘চতুর বানিয়া’ ছিল ৷ তাঁর দূরদৃষ্টি ছিল ৷ তিনি খুব ভালো করে জানতেই ভবিষ্যতে কী হতে চলেছে ৷ কংগ্রেস দলের দুর্বল দিক কোনগুলি তাও স্পষ্ট ছিল গান্ধির কাছে তাই স্বাধীনতার পর কংগ্রেস ভেঙে দেওয়ার কথা বলেছিলেন ৷ তবে সেই সময় তা না হলেও এখন কিছু লোক তা সম্পন্ন করছে ৷ যে দলের কোনও আর্দশ নেই সেই দলের দেশ বা সরকার চালানোর কোনও যোগ্যতাই নেই ৷
advertisement
তার এই মন্তব্যের জেরে বিতর্ক সৃষ্টি হয়েছে৷ তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস ৷ মহাত্মা গাঁন্ধি সম্পর্কে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানিয়েছে কংগ্রেস।
অমিত শাহের মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘মহাত্মা গান্ধি আমাদের দেশের আইকন ৷ এদের বিষয়ে মন্তব্য করার সময় আমাদের দায়িত্ব তাদের সম্মান দেখানো ৷ আমাদের ভাষা নিয়ে সংযত হওয়া উচিৎ ৷ ক্ষমতায় থাকা মানে এটা নয় যে আমরা যা ইচ্ছে বলতে পারি ৷ গান্ধিজি সম্বন্ধে করা এই মন্তব্যে আমরা খুব দু:খিত ও শোকাহত ৷’