TRENDING:

Amit Shah on CAA: লোকসভা ভোটের আগেই কার্যকর সিএএ, দাবি শাহের! সঙ্গে দিলেন আশ্বাসও

Last Updated:

সিএএ কবে কার্যকর হবে তা নিয়ে বিজেপির অন্দর থেকেই চাপ বাড়ছিল কেন্দ্রের উপরে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগেই কার্যকর করা হবে সিএএ৷ এ দিন ফের নয়াদিল্লিতে এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ একই সঙ্গে অবশ্য তাঁর আশ্বাস, সিএএ কার্যকর হলেও কেউ নাগরিকত্ব হারাবেন না৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ছবি- পিটিআই
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ছবি- পিটিআই
advertisement

সিএএ কবে কার্যকর হবে তা নিয়ে বিজেপির অন্দর থেকেই চাপ বাড়ছিল কেন্দ্রের উপরে৷ কারণ পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে লোকসভা নির্বাচনে সিএএ-কেই হাতিয়ার করতে চায় বিজেপি৷ ২০১৯ সালে সিএএ আইন প্রণয়ন করে কেন্দ্র৷ যদিও তার পর প্রায় পাঁচ বছর কেটে গেলেও সিএএ-কে এখনও কার্যকর করা হয়নি৷ অমিত শাহ জানিয়েছেন, নতুন এই আইনের জন্য বিধি তৈরির প্রক্রিয়া সম্পন্ন হলেই সিএএ-কে কার্যকর হবে৷

advertisement

আরও পড়ুন: সন্দেশখালি কাণ্ডে কড় তৃণমূল, অভিযুক্ত উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল শাসক দল

তবে সংখ্যালঘুদেরও আশ্বস্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মুসলিম ভাইদের সিএএ-এর বিরুদ্ধে ভুল বোঝানো হচ্ছে৷ শুধুমাত্র যাঁরা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়াই সিএএ-এর উদ্দেশ্য৷ কারও ভারতীয় নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এ দিন অমিত শাহও দাবি করেছেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি একাই অন্তত ৩৭০টি আসন দখল করবে৷ এনডিএ চারশো আসনের লক্ষ্যমাত্রা ছোঁবে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ অমিত শাহের দাবি, কংগ্রেস সহ বিরোধী দলগুলিও বুঝতে পেরেছে যে এবারও তাদের বিরোধী আসনেই বসতে হবে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah on CAA: লোকসভা ভোটের আগেই কার্যকর সিএএ, দাবি শাহের! সঙ্গে দিলেন আশ্বাসও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল