TRENDING:

কংগ্রেসকে বিরোধী পেয়ে সৌভাগ্যবান বিজেপি, দাবি অমিত শাহের

Last Updated:

একের পর লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে ধরাশায়ী অবস্থা বিজেপির ৷ কিন্তু এরপরেও রাজনৈতিক নেতাদের মধ্যে বাকযুদ্ধ অব্যাহত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ‘পাপ্পু’-র পর এবার ‘বাবুয়া’!
advertisement

একের পর লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে ধরাশায়ী অবস্থা বিজেপির ৷ কিন্তু এরপরেও রাজনৈতিক নেতাদের মধ্যে বাকযুদ্ধ অব্যাহত ৷ ‘পাপ্পু’ ছেড়ে এবার ‘বাবুয়া’ নামে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন অমিত শাহ ৷ শুধু তাই নয় ৷ একইসঙ্গে অমিত শাহ বলেন, বিরোধী দল হিসেবে কংগ্রেসকে পেয়ে যথেষ্ট খুশি বিজেপি ৷

আরও পড়ুন: আলিপুর জেলে বন্দিদের মদ, গাঁজা, হেরোইন পাচারে অভিযুক্ত চিকিৎসক গ্রেফতার

advertisement

জয়পুরের একটি জনসভায় বক্তৃতা রাখতে গিয়েই কংগ্রেসকে কটাক্ষ করেন অমিত শাহ ৷ তাঁর কাছে রাহুল এখন নেহাতই শিশু ৷ রাজনীতির জটিল প্যাঁচ তাঁর বোঝার বাইরে ৷ সেই কারণেই ‘বাবুয়া’ নামে রাহুলকে কটাক্ষ করে অমিত বলেন, গত কয়েক দশক ধরে কংগ্রেস দেশে শাসন চালিয়েছে ৷ শুধু তিন জেনারেশনের নাম ভারিয়ে এবং তাদের কাজের উদাহরণ তুলে ধরেই নিজেকে নেতা ভাবছেন তিনি ৷

advertisement

অমিত শাহ কটাক্ষ করে বলেন, ‘আরে বাবুয়া, আমাকে বল ভাই গত ৭০ বছরে তুমি দেশের জন্য কি করেছ ? তোমার আগের জেনারেশন করেছে যা করার দেশের জন্য ৷ আর তারা যদি সবই করে যেত তাহলে আমাদের কি আর ঘরে ঘরে টয়লেট তৈরি করার দায়িত্ব নিতে হত ? কিংবা ঘরে মায়েদের কাছে সিলিন্ডার পৌঁছে দিতে হত ?’

advertisement

একইসঙ্গে লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে হার নিয়েও এদিন মুখ খুলেছেন অমিত শাহ ৷ বলেন, ‘আমরা আটটি উপনির্বাচনে হেরেছি ঠিকই ৷ কিন্তু ১৪টি রাজ্য আমরা তাদের(কংগ্রেস) থেকে কেড়ে নিয়েছি ৷’ একইসঙ্গে বিরোধী দল হিসেবে কংগ্রেসকে পেয়েও যথেষ্ট খুশি অমিত ৷ রাহুলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বেশিরভাগ রাজ্যেই বিজেপি ক্ষমতায় ৷ সেখানে মাত্র এই ক’টা উপনির্বাচনে জিতেই এত খুশি কংগ্রেস ?’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য নয়া আকর্ষণ! চিলাপাতা পয়েন্টে বাড়ছে ভিড়
আরও দেখুন

শুধু রাহুল গান্ধীকে পর্যদস্তু করাই নয় ৷ এদিনের মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও প্রশংসা করলেন অমিত ৷ বলেন, ‘দেশের সবথেকে জনপ্রিয় নেতা মোদি ৷ তাঁর অধীনে কাজ করার বিষয়টাই আলাদা ৷’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কংগ্রেসকে বিরোধী পেয়ে সৌভাগ্যবান বিজেপি, দাবি অমিত শাহের