TRENDING:

Amit Shah attacks West Bengal government: সংসদে দাঁড়িয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ অমিত শাহের, আগামিকাল বিক্ষোভে তৃণমূল

Last Updated:

তৃণমূল অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করছে৷ বৃহস্পতিবার সংসদ ভবনে গান্ধি মূর্তির সামনে বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অপরাধীদের সনাক্তকরণ বিল নিয়ে রাজ্যসভায় আলোচনায় বাংলার সরকার এবং শাসক দলের বিরুদ্ধ নজিরবিহীন আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আম আদমি পার্টির রাজ্যসভার দলনেতা সঞ্জয় সিংকে উদ্দেশ করে বলেন, 'গুজরাট গিয়েছেন, সেখানকার কথা বলছেন, আপনি বাংলায় কথা বলুন। ওখানে গেলে প্রাণ চলে যেতে পারে।' অমিত শাহের এই বক্তব্যের পর এই রাজ্যসভায় তুমুল বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  'তৃণমূল উঠে দাঁড়িয়ে বিক্ষোভ করে কারণ ওখান থেকে মমতা দিদি দেখছেন। তাঁকে দেখানোর জন্য বিক্ষোভ করেন তৃণমূল সাংসদরা।' অমিত শাহের এই বক্তব্যের পর এই প্রবল হইচই শুরু হয়ে যায় রাজ্যসভায়। বারবার তাদের থামানোর চেষ্টা করেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। যদিও বিক্ষোভ চলতে থাকে।

আরও পড়ুন: বিজেপিই একমাত্র দল যা দেশকে অন্য সব কিছুর ঊর্ধ্বে রাখে! বিজেপির প্রতিষ্ঠা দিবসে দাবি যোগী আদিত্যনাথের

advertisement

এর পরেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, '২০১৯ লোকসভা নির্বাচনের প্রচারের সময় আমার রোড শোয়ে আগুনের গোলা ছোড়া হয়েছে। আমাদের দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা হয়েছে।'  অমিত শাহ যখন রাজ্যের বিরুদ্ধে একের পর এক কথা বলছিলেন সেই সময় তুমুল বিক্ষোভ করছিলেন তৃণমূল সাংসদরা।

এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  'সুখেন্দুশেখর রায় বলেছিলেন এই বিল ফ্যাসিবাদী। যদি ফ্যাসিবাদ দেখতে হয় তাহলে বাংলায় যেতে হবে। ফ্যাসিবাদের সংজ্ঞা পাল্টে দিয়ে তাকে নতুনভাবে উপস্থাপন করেছে পশ্চিমবঙ্গ সরকার।'

advertisement

তৃণমূল অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করছে৷ বৃহস্পতিবার সংসদ ভবনে গান্ধি মূর্তির সামনে বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা৷

আরও পড়ুন: রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাবেন উত্তরবঙ্গেও

রাজ্যসভায় অপরাধীদের শনাক্ত করেন বিল নিয়ে আলোচনায় তৃণমূলের তরফে বলতে ওঠেন সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, 'সংখ্যাগরিষ্ঠতার অহংকারে বিলটি পাস করিয়ে নিতে চাইছে সরকার। এটি ফ্যাসিবাদী আচরণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকেই বর্তমান শাসক বেশি দমনপীড়নকারী।'

advertisement

বিরোধীরা সুখেন্দুশেখরের বক্তব্যে টেবিল চাপড়ে সমর্থন জানান। কংগ্রেসের তরফে বিলটি নিয়ে বক্তব্য রাখেন পি চিদাম্বরম। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  'সভায় এমন কেউ আছেন কি, যিনি সারাজীবনে কোনও আইনভঙ্গ করেননি? আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, যিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত রয়েছেন, তিনি কোনও দিন কোনও আইনভঙ্গ করেননি?'

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বিরোধীরা অপরাধীদের সনাক্তকরণ বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলে। সেই দাবি ভোটাভুটিতে খারিজ হয়ে যায়। ধ্বনি ভোট বিলটি পাস হয়ে যায় রাজ্যসভায়। ফলে এখন শুধুমাত্র রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah attacks West Bengal government: সংসদে দাঁড়িয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ অমিত শাহের, আগামিকাল বিক্ষোভে তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল