সোমবার কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, আন্তর্জাতিক কারণগুলির জন্যই তেলের দাম বাড়ছে৷ কেন্দ্রের হাতে নেই সমাধান৷ একইসঙ্গে বিরোধীদের কটাক্ষ, জনগণের সমর্থন নেই বন্ধে৷ তাই জোর করে হিংসার সৃষ্টি করছে কংগ্রেস ও তার সহযোগী দলগুলি৷
advertisement
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, 'সাধারণ মানুষের এই অসুবিধায় আমরা পাশে আছি৷ কিন্তু সমস্যার সমাধান আমাদের হাতে নেই৷' মোদি সরকারের প্রশস্তি গেয়ে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, মুদ্রাস্ফীতির হার কমাতে একাধিক পদক্ষেপ করেছে মোদি সরকার৷ সাফল্যও এসেছে৷ কিন্তু জ্বালানির এই দামবৃদ্ধি 'সাময়িক অসুবিধা'৷
রবিশংকর প্রসাদের দাবি, 'কেন ভারতবাসী বন্ধ থেকে মুখ ফেরাল? কারণ, তাঁরা বুঝেছেন, জ্বালানির এই দাম বৃদ্ধি সাময়িক৷ ভারত সরকার ও সাধারণ মানুষের আয়ত্তের বাইরে৷ আজকের বন্ধ একেবারেই অসফল৷ আমরা তীব্র নিন্দা করছি বিরোধীদের সংগঠিত হিংসার৷'
দেখুন: শহরে রমরিয়ে চলছে কাটা তেলের কারবার