TRENDING:

স্বশাসনে হস্তক্ষেপ না করে প্রয়োজনীয় পরামর্শ সবসময়েই দিতে পারে কেন্দ্র, RBI ইস্যুতে মন্তব্য অরুণ জেটলির

Last Updated:

তবে অর্থনৈতিক মহল এই নিয়েও বিভক্ত কারণ তাঁদের মতে ৭ নং ধারা প্রয়োগ হলে জনস্বার্থ জনিত বিষয়ে সর্বোচ্চ ব্যাঙ্ক কখনোই কেন্দ্রের মতকে উপেক্ষা করতে পারে না ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিরোধীতা থাকলেও রিজার্ভ ব্যাঙ্কের স্বাতন্ত্রকে সম্মান করে কেন্দ্র, জানাল অর্থমন্ত্রক । রিজার্ভ ব্যাঙ্ক একটি স্বশাসিত সংস্থা ও সরকারি নিয়ম অনুযায়ী তা মেনে চলা সকলের কর্তব্য, একটি বিবৃতিতে জানিয়েছে অর্থমন্ত্রক ।
advertisement

সরকারের অধীনস্থ ব্যাঙ্কগুলির পরিচালনা, অর্থনীতির সার্বিক দূর্বলতা ও ঋণ সংক্রান্ত কারণেই আরবিআই ও কেন্দ্রের মধ্যে মতবিরোধের সূত্রপাত হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই মতভেদ সত্ত্বেও আরবিআইকে যথাযথ পরামর্শ দেওয়ার কাজ চালিয়ে যাবে কেন্দ্র, জানিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি । আরবিআই অ্যাক্টের ৭ নং ধারা অনুযায়ী কেন্দ্র জনস্বার্থ জনিত বিষয়ে আরবিআইকে পরামর্শ দেওয়ার অধিকার রাখে ও এই আইনের সাহায্যেই পাবলিক সেক্টর ব্যাঙ্ক পরিচালনার বিষয়ে আরবিআইকে নির্দেশ দিয়েছিল অর্থমন্ত্রক ও এই আইন অনুযায়ী কেন্দ্রের নির্দেশ অমান্য করতে পারবে না রিজার্ভ ব্যাঙ্ক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তবে এই তরজার মধ্যেও অরুণ জেটলি জানিয়েছেন বিশেষ ক্ষেত্রে মতবিরোধের সূত্রপাত হলেও আরবিআই- এর স্বায়ত্তশাসনে কোনওরকম হস্তক্ষেপ করা হবে না। তবে অর্থনৈতিক মহল এই নিয়েও বিভক্ত কারণ তাঁদের মতে ৭ নং ধারা প্রয়োগ হলে জনস্বার্থ জনিত বিষয়ে সর্বোচ্চ ব্যাঙ্ক কখনোই কেন্দ্রের মতকে উপেক্ষা করতে পারে না ।

বাংলা খবর/ খবর/দেশ/
স্বশাসনে হস্তক্ষেপ না করে প্রয়োজনীয় পরামর্শ সবসময়েই দিতে পারে কেন্দ্র, RBI ইস্যুতে মন্তব্য অরুণ জেটলির