সূত্রের খবর, ডোভালের সঙ্গে বৈঠকে সরাসরি আফগানিস্তানের পরিস্থিতির সর্বশেষ খবর আরও বেশি করে আমেরিকাকে জানানোর জন্য ডোভালকে প্রস্তাব দিয়েছেন সিআইএ প্রধান৷ কারণ মার্কিন সেনা ফিরে যাওয়ার পর তালিবানদের গতিপ্রকৃতি সম্পর্কে কার্যত অন্ধকারে আমেরিকা৷ ফলে এখন আফগানিস্তানের ভিতরের খবর জানতে ভারতের উপরে আরও বেশি করে নির্ভর করা ছাড়া গতি নেই আমেরিকার৷ গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়া ছাড়াও কয়েকজন আফগানকে যাতে ভারত আশ্রয় দেয়, সেই অনুরোধও ডোভালকে করেছেন বার্নস৷
advertisement
জানা গিয়েছে, ভারতের পর সিআইএ প্রধান বার্নসের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দলটি পাকিস্তানেও যাবে৷ দ্য হিন্দু-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানে উদ্ধারকাজ এবং তালিবানদের সরকার গঠন নিয়েও অজিত ডোভালের সঙ্গে এ দিন আলোচনা করেছে মার্কিন প্রতিনিধি দলটি৷ যদিও সরকারি ভাবে এখনও এই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছুই জানানো হয়নি৷
তবে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আমেরিকার মতো ভারতের উদ্বেগের বিষয়টি যে এ দিনের বৈঠকে উঠবে, তা প্রত্যাশিত৷ নয়াদিল্লি ইতিমধ্যেই সরকারি ভাবে জানিয়ে দিয়েছে, তারা আশা করে তালিবানদের নতুন সরকার আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারত বিরোধী কোনও জঙ্গি কার্যকলাপে মদত দেবে না৷ বিশেষত জম্মু কাশ্মীরের পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলতেও তালিবানরা যাতে কোনওরকম সাহায্য না করে, সেই দাবিও তুলেছে ভারত৷
সিআইএ প্রধানের পাশাপাশি এ দিন রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের সঙ্গেও এ দিন দিল্লিতে বৈঠক করার কথা ডোভালের৷ সেই বৈঠকেও আফগানিস্তান, চিন এবং পাকিস্তান নিয়ে দু' তরফে আলোচনা হওয়ার কথা৷