TRENDING:

টাকা না দিতে পারায়, অ্যাম্বুলেন্সের অভাবে মৃত সন্তানকে নিয়ে সারা রাত কাটালেন মা

Last Updated:

কালাহান্ডি, বালেশ্বর, কানপুরের ঘটনায় দেশ জোড়া চাঞ্চল্য ছড়ালেও সচেতনতা যে এক বিন্দুও বাড়েনি তা আরও একবার প্রমাণ করে দিল উত্তরপ্রদেশের মীরাট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মীরাঠ: কালাহান্ডি, বালেশ্বর, কানপুরের ঘটনায় দেশ জোড়া চাঞ্চল্য ছড়ালেও সচেতনতা যে এক বিন্দুও বাড়েনি তা আরও একবার প্রমাণ করে দিল উত্তরপ্রদেশের মীরাট ৷ অমানবিকতার আরও এক নজির দেখা গেল সেখানে ৷ টাকা না দিলে যাবে না অ্যাম্বুলেন্স, তাই দু’বছরের শিশুর মৃতদেহ কোলে নিয়ে হতভাগ্য মাকে হাসপাতালের বাইরে রাস্তায় কাটালেন গোটা একটা রাত ৷
advertisement

সন্তান হারা ইমরানা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁর অসুস্থ দু’বছরের শিশু কন্যা চিকিৎসাধীন ছিলেন মীরাটের জেলা হাসপাতালে ৷ চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে ৷ সন্তানের মৃত্যুর পর গ্রামে ফেরার জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা দেওয়ার জন্য হাসপাতাল কর্মী ও চিকিৎসকদের কাছে কাকুতি মিনতি করে ইমরানা ৷ কিন্তু কেউই তাঁর আর্জিতে কান দেননি ৷

advertisement

অ্যাম্বুলেন্স চালকের নাম্বার যোগাড় করে তাকে নিজেই ফোন করে ওই সন্তানহারা মা ৷ কিন্তু চালক ৫০ কিলোমিটার দূরে ওই গ্রামে যাওয়ার জন্য দেড়হাজার টাকা চায় ৷ ইমরানা অত টাকা দিতে পারবে না জেনে আর কোনওরকম সাহায্যই করেনি চালক ৷ ১০৮ হেল্পলাইনে ফোন করলেও কোনও সাহায্যই পৌঁছায়নি ইমরানার কাছে ৷

আরও পড়ুন

advertisement

মৃত মেয়ের মৃতদেহ নিয়ে বাবা-মাকে মাঝপথে নামিয়ে দিল অ্যাম্বুলেন্স, পায়ে হেঁটে পাড়ি ৬ কিলোমিটার

আর্থিক অসঙ্গতি, সন্তান হারানোর যন্ত্রনা, তার উপরে এই প্রত্যাখান ৷ আর কোনও উপায় না দেখে মৃত শিশুর নিথর দেহ কোলে নিয়ে হাসপাতালের বাইরেই রাত কাটান ইমরানা ৷ পরে সকালে স্বেচ্ছাসেবকদের চেষ্টায় বেসরকারি একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলে তাতে করে ইমরানা নিজের কন্যার মৃতদেহ নিয়ে নিজের গ্রামে রওনা হন ৷

advertisement

আরও পড়ুন

স্ট্রেচার না পেয়ে বাবার কাঁধেই মৃত অসুস্থ ছেলে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত কয়েক সপ্তাহে কালা হান্ডির দানামাঝি, কানপুরের সুশীল কুমার, মালকানগিরির খেমেডু দম্পতির ঘটনায় যে অমানবিক চিত্র সামনে এসেছিল তার থেকে ইমরানার ঘটনা আলাদা নয় ৷ জেলা শাসকের কাছে এই ঘটনায় অভিযোগ জানানো হয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
টাকা না দিতে পারায়, অ্যাম্বুলেন্সের অভাবে মৃত সন্তানকে নিয়ে সারা রাত কাটালেন মা