TRENDING:

Amazon-এ বিক্রি হচ্ছে অভিনব NRC-CAA টি শার্ট!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নাগরিকত্ব আইন এবার টি-শার্টে ৷ সোশাল সাইটে সেই টি-শার্ট দেদার বিকোচ্ছে ৷ নাগরিকত্ব আইনের পক্ষে ও বিপক্ষে টি-শার্ট ৷ সিএএ , এনআরসি ও এনপিআর লেখা থাকছে টি-শার্টে ৷ পক্ষের টি-শার্টে সবুজ টিক আর বিপক্ষের  লাল ক্রশ  ৷ ৩১ শতাংশ ছাড়ে বিকোচ্ছে অভিনব টিশার্ট৷ দাম মাত্র ৫৪৯ টাকা৷
advertisement

নাগরিকত্ব অধিগ্রহণ বিল সংসদে পাশ হওয়ার পর থেকেই উত্তাল দেশ৷    কোথাও বিক্ষোভের আবহ ৷ আবার কোথাও অভিনন্দন যাত্রা৷  উত্তাল রাজধানী দিল্লি সহ দেশের নানা প্রান্ত। দিল্লির শাহিনবাগের আদলে বিক্ষোভের আঁচ কলকাতার পার্ক সার্কাসেও৷

বাংলার  মুখ্যমন্ত্রী সহ একাধিক বিরোধী দলের নেতারা প্রতিবাদে সামিল৷   আবার শাসক বিজেপি  আইনের সমর্থনে  করছে প্রচার ।এরই মাঝে দেশের অন্যতম অনলাইন শপিং সংস্থা আমাজন এই ইস্যুতে রীতিমতো ব্যবসায় নামলো ।

advertisement

সাদা গেঞ্জির ওপর কালো রঙে এনআরসি, সি এ এ, এন পি আর লেখা। দু রকমের টি-শার্ট বিক্রি হচ্ছে। সমর্থন করে আর বিরোধিতা করে।দাম দু ধরনেরই ৮০০ টাকা৷ গ্রেট ইন্ডিয়ান সেল এর জন্য৩১ শতাংশ  ছাড় ৷  এক একটি টি-শার্টের দাম পড়ছে ৫৪৯ টাকা।

এনআরসি ইস্যুতে  দেশজোড়া প্রতিবাদের আঁচ এই টিশার্টের বিক্রিতেও৷  দেশ যেমন বিক্ষোভে উত্তাল, তেমন ভাবেই আমাজন ডট ইন ওয়েব সাইটে এই টি শার্ট বিক্রি এবং রেটিং এও এনআরসি, সি এ এ, এন পি আর বিরোধীরাই এগিয়ে আছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পক্ষের টি শার্টের মধ্যে সবুজ রঙে টিক দেওয়া। আর বিরোধিতা করার টি শার্টে লাল রং দিয়ে কেটে দেওয়া।রেটিং এর দিক থেকে বিরোধিতা করার টি শার্টে ৫ এর মধ্যে ৩ থাকলেও সমর্থনের টি শার্টে রেটিং মাত্র ১। এখানেও নাগরিকত্ব সংশোধন আইন  বিরোধীরা অনেকাংশেই এগিয়ে।

বাংলা খবর/ খবর/দেশ/
Amazon-এ বিক্রি হচ্ছে অভিনব NRC-CAA টি শার্ট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল