advertisement
ভারতের জাতীয় পতাকা আইন (২০০২) অনুসারে পতাকার কোনও অংশ কোনও উর্দি বা পোশাকে ব্যবহার করা যায় না। কোনও বাক্স, কুশন, রুমাল, ন্যাপকিনেও এটি ছাপানো দণ্ডনীয় অপরাধ। যদিও এটা স্পষ্ট নয়, তেরঙার ব্যবহার ঠিক কী ভাবে করলে তা শাস্তির আওতায় পড়ে, বা পড়ে না। এ নিয়ে যথেষ্ট ঝামেলার মধ্যে পড়তে হয়েছে অ্যামাজনকে। অনেকেই লঘু পথে বিক্রি বাড়ানোর কৌশল বলে আক্রমণ করেছেন অ্যামাজনকে।
আরও পড়ুন: ফ্রডের হাত থেকে বাঁচতে অবশ্যই চেক করে নিন আধার কার্ডের হিস্ট্রি.....
তবে ছবির মধ্যে সবকটিই অ্যামাজনে (Amazon Boycott) পাওয়া গিয়েছে এমন নয়। তবে পাওয়া গিয়েছ বেশ কয়েকটি মাস্ক, জামার ছবি, যেগুলিতে আইনের বাইরে গিয়ে তেরঙা ব্যবহার করা হয়েছে। বেশিরভাগই ভারতের একটি ক্রীড়া সামগ্রী বিক্রয়কারী সংস্থার তৈরি। ট্যুইটারে অবশ্য অনেকেই অনেক ছবি পোস্ট করছেন, তবে সেগুলি সবকটি অ্যামাজনের নয়। আবার অনেকগুলি দ্রব্যই অ্যামাজনে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে আপনার Aadhaar Card ? এই ভাবে জেনে নিন...
২০১৯ সালে অ্যামাজনের বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে। সেখানে বলা হয়ে হিন্দু দেবদেবীর ছবি ব্যবহার করে পাপোশ-সহ একাধিক জিনিস বিক্রি করছে অ্যামাজন। তাই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। তখনও এমনই এক বয়কট প্রচার শুরু হয়েছিল। ২০১৭ সালেও এমন বিতর্ক তৈরি হয়েছিল। তখন একটি পাপোশে পাওয়া গিয়েছিল ভারতীয় পতাকার ছবি। এর পর সংস্থার প্রাক্তন সিইও জেফ ব্যাজোস বলেছিলেন, কোনও দেশ বা সংস্থাকে আঘাত করে এমন বিষয়ে জড়িয়ে থাকা সমস্ত প্রোডাক্ট তালিকা থেকে বাদ দেবে সংস্থা।